শনিবার হতে পারে নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা, সম্ভাব্য পদে উঠে আসছে কার নাম

  • আজ হতে পারে নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা
  • ইতিমধ্যেই আলোচনা বৈঠক শুরু করে দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা
  • কংগ্রেসের সভাপতি হিসাবে উঠে আসছে কার নাম
  • সম্ভাব্য তালিকায় সবার প্রথমে রয়েছেন কে 
Indrani Mukherjee | Published : Aug 10, 2019 7:15 AM IST / Updated: Aug 10 2019, 01:07 PM IST

শনিবারই কংগ্রেসের সভাপতির নির্বাচনের কাজ শেষ করে ফেলতে চায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর,  শুক্রবার কংগ্রেস নেতাদের সঙ্গে একটি বৈঠকে রাহুল গান্ধি বলেন, রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে পরামর্শ করে তবেই নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন করা উচিত। 

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের দায়ভার মাথায় নিয়ে আগেই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। তারপর থেকে কংগ্রেসের সভাপতির পদ কার্যত শূন্যই পড়ে রয়েছে। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কংগ্রেসের রাজ্য ইউনিটের আইনসভা দলের নেতাদেরও নতুন দলের সভাপতি নিয়োগের পরামর্শ প্রদানের জন্যে আমন্ত্রণ জানানো হবে। 

Latest Videos

জানা গিয়েছে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর গত দুই দশকে এই প্রথমবার গান্ধী পরিবারের বাইরে কেউ, দলের সভাপতি হতে পারেন বলে একাধিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আপাতত কংগ্রেসের সম্ভাব্য সভাপতির নাম হিসাবে উঠে আসছে বর্ষীয়ান কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক-এর নাম। মনে করা হচ্ছে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন পর্যন্ত ওই পদের দায়ভার সামলাবেন তিনি।

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব এর আগে গান্ধী পরিবারের সকলেই সামলে এসেছেন। এই প্রথম গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতির আসনে বসতে পারেন-এই নিয়েই  শুরু হয়েছে জল্পনা। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি