
SSC Verdict: নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল ধরে বাতিল করে দেওয়া হয়েছে। যোগ্য অযোগ্য মিলিয়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি খুঁইয়েছেন। তবে ইতিমধ্যেই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে ফের সুপ্রিম দরবারে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও। এবার এই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হল চিঠি। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষক -শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেড় পাতার একটি চিঠিতে লিখেছেন, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি যাতে বহাল থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার। কংগ্রেস সাংসদ লেখেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হওয়ায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে'র প্রতিনিধিরা এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেন আমাকে।''
রাহুল আরও লেখেন, ''এভাবে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরিহারা। দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে সেই অযোগ্যদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত। কিন্তু যোগ্যদের সঙ্গে ন্যায় হয়নি। এই রায়ে অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে।''
কংগ্রেস সাংসদ চিঠিতে আরও লেখেন, ''দশ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন এই শিক্ষকরা। হঠাৎ তাদের চাকরি যাওয়ায় লক্ষ লক্ষ পড়ুয়ার পাশাপাশি শিক্ষকরাও ভেঙে পড়েছেন। অসহায় তাঁরা।''
রাষ্ট্রপতির কাছে রাহুলের আর্জি, 'ম্যাম, আপনি নিজে এক সময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাস যোগ্য শিক্ষক, তাঁদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি বুঝবেন। দয়া করে এদের পাশে দাঁড়ান। যাতে যোগ্যদের চাকরি বহাল থাকে সেই নিয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিন।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।