
Rahul Gandhi Security: কংগ্রেস সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ যাত্রায় নিজের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন না। CRPF (Central Reserve Police Force) এই কথা বলেছে। রাহুল গান্ধী বিদেশ যাত্রায় সিকিউরিটি প্রোটোকল লঙ্ঘন করায় CRPF কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছে।
CRPF-এর VVIP নিরাপত্তা প্রধান সুনীল জুন বুধবার খাড়গেকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন, রাহুল গান্ধী নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বেশিরভাগ বিদেশ যাত্রায় কাউকে না জানিয়েই যাচ্ছেন। তিনি CRPF-এর ইয়েলো বুকে বলা প্রোটোকল লঙ্ঘন করছেন।
CRPF-এর আধিকারিক জানিয়েছেন, রাহুল গান্ধী বহুবার বিনা জানানোতে দেশের বাইরে গেছেন। তার সাম্প্রতিক কালের কিছু বিদেশ যাত্রা হল...
রাহুল গান্ধী Z+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। তার নিরাপত্তায় ASL (Advanced Security Liaison) যুক্ত আছে। Z+ এবং ASL ভারতে কোনও ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ নিরাপত্তা। এতে সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার জন্য সবসময় ৫৫ জন জওয়ান মোতায়েন থাকে। এর মধ্যে NSG (National Security Guard)-এর কমান্ডোও রয়েছে। ASL-এর অধীনে, নিরাপত্তারক্ষীরা স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তাদের VVIP-এর ভ্রমণের স্থানের পূর্ব-তদন্ত করে।
এই প্রথম নয়, CRPF রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে চিঠি লিখেছে। ২০২২ সালে CRPF বলেছিল, কংগ্রেস নেতা ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত ১১৩ বার নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছেন। এর মধ্যে কংগ্রেস পার্টির ভারত জোড়ো যাত্রার দিল্লি পর্বও রয়েছে। ২০২৩ সালে কংগ্রেস যাত্রার কাশ্মীর পর্বে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ করেছিল। রাহুল গান্ধী কাশ্মীর উপত্যকায় প্রবেশ করার সময় প্রচুর ভিড় জমেছিল। গান্ধী ভিড়ের মধ্যে প্রায় ৩০ মিনিট আটকে ছিলেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।