Rahul Gandhi: 'কোনও সারবত্তা নেই', মোদীকে 'শো-অফ প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ রাহুলের

Published : Jul 25, 2025, 04:44 PM IST
rahul modi

সংক্ষিপ্ত

Rahul On PM Modi: কাজের থেকে বেশি শো-অফ করতেই ভালোবাসেন প্রধানমন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতার নিশানায় নমো। কেন হঠাৎ এমন মন্তব্য করলেন রাহুল গান্ধী? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Rahul On PM Modi: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নিশানায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার দিল্লির টালকাটোরা স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে আরও একবার মোদীকে একহাত নিলেন তিনি। বলেন, ''মোদীর মধ্যে কোনও 'সারবত্তা' নেই। উনি কেবল একটা বড় মাপের প্রদর্শনী, ওঁকে বড্ড বেশি গুরুত্ব দেওয়া হয়েছে'।" এছাড়াও নরেন্দ্র মোদীকে 'ফাঁকা আওয়াজ' বলেও কটাক্ষ করেন রাহুল।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিনবার দেখা করার পরই তিনি বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদী "তেমন কোনো বড় সমস্যা" নন। রাহুল গান্ধী বলেন, "দম নেই" (তার অতটা ক্ষমতা নেই)। তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কোনো সারবত্তা নেই। সংবাদমাধ্যম তাঁকে অকারণেই অনেক বেশি ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে।" দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কংগ্রেস সাংসদের এই মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বঞ্চিতদের প্রতিনিধিত্বের অভাব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস সাংসদ (Rahul Gandhi On PM Modi):-

একই সঙ্গে ভারতের আমলাতন্ত্রে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অপ্রতুল প্রতিনিধিত্ব নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, দেশের প্রশাসনে এই সম্প্রদায়গুলির ন্যায্য স্থান দেওয়া হচ্ছে না। যা নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর তুলেছেন তিনি।

দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই দলিত, অনগ্রসর শ্রেণি, আদিবাসী এবং সংখ্যালঘুদের দ্বারা গঠিত। অথচ বাজেট তৈরির পর যখন 'হালুয়া বিতরণ' করা হচ্ছিল, তখন এই ৯০ শতাংশের কোনও প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন যে, ''দেশের উৎপাদনশীল শক্তির মূল ভিত্তিই হল এই ৯০ শতাংশ মানুষ।'' অথচ তাঁরাই বঞ্চিত বলে এদিন ফের সরব হন লোকসভার বিরোধী দলনেতা।

হালুয়া তৈরি করলেও বঞ্চিত হালুয়া প্রস্তুতকারকরাই, উঠছে বঞ্চনার সুর!

তিনি আরও বলেন, ‘’হালুয়াটা আপনারা তৈরি করছেন, কিন্তু খাচ্ছে ওরা। আমরা বলছি না যে ওরা হালুয়া খাবে না, কিন্তু অন্তত আপনাদেরও তো কিছুটা পাওয়া উচিত।"  সম্প্রতি এই মন্তব্যটি জনসমক্ষে আসার পর রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাপানউতো তৈরি করেছে। রাহুলের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, যারা কঠোর পরিশ্রম করে কিছু তৈরি করছেন, তারা তার ফল ভোগ করতে পারছেন না। বরং অন্যরাই সেই সুফল ভোগ করছেন। আর তার এই কটাক্ষ যে কেন্দ্রের বিরুদ্ধে সে কথা আর বলার অপেক্ষা রাখে না! 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়