সুষমার প্রয়াণে টুইট করে শোক প্রকাশ রাহুলের

swaralipi dasgupta |  
Published : Aug 07, 2019, 12:19 AM IST
সুষমার প্রয়াণে টুইট করে শোক প্রকাশ রাহুলের

সংক্ষিপ্ত

প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বেশ কিছুক্ষণ ধরেই অসুস্থ ছিলেন তিনি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে এইমস-এ ভর্তি হন তিনি রাহুল গান্ধী সুষমার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। বেশ কিছুক্ষণ ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে এইমস-এ ভর্তি হন তিনি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও সুষমার মৃত্যুতে শোক প্রকাশ করেন। 

 

 

রাহুল টুইট করেন, সুষমা স্বরাজের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। তিনি একজন অসাধারণ রাজনীতিক, বক্তা ও সংসদের মন্ত্রী ছিলেন। ওঁর পরিবারে প্রতি আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। 

প্রসঙ্গত, সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী থাকাকালীন বেশ কিছু তাৎপর্যপূর্ণ কাজ করেছেন তিনি। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে শারীরিক কারণেই অংশ নেননি তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা