বৃষ্টির জল জমেছে স্ট্যাচু অব ইউনিটিতে,ভাইরাল ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনরা

  • প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল স্ট্যাচু অব ইউনিটি
  • ১৮২ মিটার উঁচু এই স্থাপত্য স্ট্যাচু অব ইউনিটিকেও ছাড়িয়ে গিয়েছে
  • কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও
  • যেখানে দেখা যাচ্ছে জল থৈ থৈ করছে স্ট্যাচু অব ইউনিটি-র গ্যালারিতে
Indrani Mukherjee | Published : Jun 30, 2019 10:12 AM IST / Updated: Jun 30 2019, 03:43 PM IST

গত বছরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল ১৮২ মিটার উচ্চ স্থাপত্য স্ট্যাচু অব ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি উচ্চতা ছাড়িয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব ইউনিটিকেও। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে এই সুবিশাল মূর্তিটির উন্মোচন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

বিরোধীরা অবশ্য এর মধ্যে রাজনীতি টেনে এনে বলেছিলেন যে, এত টাকা ব্যয় করে এমন মূর্তি তৈরি করা একেবারেই যুক্তিযুক্ত কাজ হয়নি। আর এবার সেখানে এমন ঘটনা ঘটল তাতে কার্যত সব টাকা জলে গেল বলেই মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এমন মন্তব্য উঠে আসছে।

Latest Videos

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, স্ট্যাচু অব ইউনিটির গ্যালারিতে জমতে শুরু করেছে জল। প্রশ্ন উঠছে, এখনও ভাল করে বর্ষা শুরুই হয়নি, কিন্তু তার আগেই সামান্য বৃষ্টিপাতেই এই স্থাপত্যের এমন অবস্থা হয় কীকরে সেই নিয়েই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকে আবার এও দাবি করছেন যে, তিন হাজার কোটি টাকা ব্যয় করার পরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। 

 

টুইটারে ধ্রুব রথি নামে ওই যুবক প্রথম শেয়ার করেন এই ছবি। প্রায় ৪০ সেকেন্ডে-এর একটি ভিডিও শেয়ার করে ধ্রুব লেখেন, সামান্য বৃষ্টির জেরে রীতিমতো অথৈ জলে ভাসছে স্ট্য়াচু অব ইউনিটির গ্যালারি। গ্যালারির ছাদ এবং সামনের অংশ থেকেও জল আসছে। এত দাম দিয়ে তৈরি একটি স্থাপত্যে জল আটকানোর কোনও বন্দবস্ত নেই, যা খুবই আশ্চর্যজনক।   

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা