ধেয়ে আসছে বর্ষা, ২৪ ঘণ্টায় শুরু হবে বৃষ্টি, কেরালায় জারি লাল সতর্কতা

 

  • আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা
  • তার পরেই বর্ষা এসে আছড়ে পড়বে
  • কেরলে বিপর্যয় মোকাবিলা করতে তৈরি হচ্ছে কেরল 
arka deb | Published : Jun 8, 2019 7:48 AM IST / Updated: Jun 08 2019, 02:08 PM IST

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরেই বর্ষা এসে আছড়ে পড়বে কেরলে। প্রাক বর্ষার বৃষ্টির  অভাবে ভোগা গোটা দেশের জন্যে এই বার্তা সুখের হলেও কেরলের জন্য তত নয়। কেন না গত বছর অগস্ট মাসে ভয়াবহ বন্যায় কার্যত ভেসে গিয়েছিল কেরল। প্রায় ৩৫০ লোক মারা যায় কেরলে। ফলে এবার বৃষ্টির শুরুতেই কড়া হাতে বিপর্যয় মোকাবিলা করতে তৈরি হচ্ছে কেরল। 

প্রশাসনের তরফে খবর, ইতিমধ্যেই জারি হয়েছে  সতর্কবার্তা। প্রাথমিক ভাবে এই বৃষ্টির আছড়ে পড়ার সম্ভাবনা ত্রিশূরে আগামী ১০ জুন। লাল সতর্কতা রয়েছে এরনাকুলাম, মল্লপুরম ও কোহিকোর জেলায়।

Latest Videos

অন্য দিকে তিরুঅনন্তপুরম কোল্লাম, আলাফ্ফুজা জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা‌। অতি ভারী বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হচ্ছে হাসপাতালগুলিকে। সরকারের তরফে প্রতিটচি দফতরে বিপর্যয় মোকাবিলার হ্যাণ্ডবুক পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যে। মৎস্যজীবীগদের সমুদ্রে না যেতে ইঙ্গিত দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত এবার কেরালায় বৃষ্টি ঢুকছে অন্তত সাত দিন পড়ে।  অন্য দিকে গোটা মহারাষ্ট্র প্রাক বর্ষার বৃষ্টির অভাবে ধুঁকছে। আবহবিদদের অনুমান, হঠাৎ অতিবৃষ্টিতে শুকিয়ে আসা জলাধার তো ভরবেই না, বন্যা হতে পারে বহু জায়গায়।  

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা