Rajasthan news : গণধর্ষণের পর কিশোরীর দেহ জলন্ত চুল্লিতে ফেলতে অভিযুক্তদের সাহায্য করেছিলেন মহিলারাই, ভিলওয়ারার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিশোরীকে যখন ইটভাটায় ফেলা হয়েছিল তখনও সে বেঁচে ছিল। তদন্তে কিশোরীকে গণধর্ষণের প্রমাণও মিলেছে।

মহিলাদের সাহায্যেই ১৪ বছরের কিশোরীকে ধর্ষন করে ফেলে দেওয়া হয়েছিল জলন্ত ভাটিতে। রাজস্থানের ভিলওয়ারার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার সংবাদমাধ্যমকে এমনই তথ্য দিয়েছে ভিলওয়ারার পুলিশ। পুলিশ সূত্রে খবর মোট ১০ জন জড়িত ছিল ঘটনায়। তাঁদের মধ্যে ছয় পুরুষ এবং চার মহিলা। এই চার মহিলার মধ্যে রয়েছেন অভিযুক্তদের মা, স্ত্রী ও বোন। ঘটনায় নাম উঠেছে এক নাবালকেরও। ভিলওয়ারার পুলিশ সুপার আদর্শ সিধু জানিয়েছেন,'এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।' ধৃতদের মধ্যে রয়েছে কালু লাল, কানহা, সঞ্জয় কুমার এবং পাপ্পু। এরমধ্যে কালু লাল ও কানহাই হল মূল অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে কিশোরীকে যখন ইটভাটায় ফেলা হয়েছিল তখনও সে বেঁচে ছিল। তদন্তে কিশোরীকে গণধর্ষণের প্রমাণও মিলেছে। পুলিশ জানাচ্ছে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবা হয়েছে এবং অভিযুক্তদের যাতে মৃত্যুদণ্ড হয় তারও ব্যবস্থা করা হচ্ছে।

Latest Videos

বুধবার বিকেলে মাঠে গবাদি পশু চড়াতে গিয়ে আর বাড়ি ফেরেনি ১৪ বছরের কিশোরী। রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় তাঁর সন্ধান শুরু করে পরিবারের লোকজনেরা। কিশোরীর খোঁজ চালায় পুলিশও। অবশেষে গ্রামের এক জায়গায় কিশোরীর হাতের ভাঙা চুরির টুকরো মেলে। গ্রামের ওই জায়গায় রয়েছে পাঁচটি কয়েলার চুল্লি। সেই চুল্লির ভেতর থেকেই মেলে কিশোরীর দেহ। গ্রামসীর অভিযোগ গণধর্ষণের পর কিশোরীকে ওখানে ছুড়ে ফেলে দেওয়া হয়। জলন্ত চুল্লিতেই জীবন্ত ঝলসে যায় ১৪ বছরের ওই কিশোরী। অনেকেরই অভিযোগ তল্লাশী চালালে ওই জায়গায় আরও মৃত দেহ পাওয়া যাবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করা হয়েছে নমুনা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today