কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অভিনন্দন জানালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। প্রশংসা করতে গিয়ে মোদি- শাহ জুটির সঙ্গে কৃষ্ণ এবং অর্জুনের তুলনা করলেন তিনি।
মোদী- শাহ জুটিকে উদ্দেশ করে রবিবার রজনী বলনে, 'মিশন কাশ্মীরের জন্য আপনাদের অভিনন্দন জানাই। কাশ্মীর নিয়ে সংসদে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, তা অনবদ্য। অমিত শাহ এবং মোদীজি ঠিক যেন কৃষ্ণ- অর্জুন জুটি। আমি আপনাদের দু' জন এবং আপনাদের মাধ্যমে গোটা দেশের মঙ্গল কামনা করি।'
শুধু মোদী- শাহ নন, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুরও প্রশংসা করেছেন রজনীকান্ত। তিনি বলেন, 'বেঙ্কাইয়া নাইডু সবসময় মানুষের উন্নতির জন্য কাজ করেন। উনি ভুল করে রাজনীতিতে চলে এসেছেন। আমি মনে করি উনি একজন অসাধারণ আধ্যাত্মিক গুরু।'
২০১৭ সালে রাজনীতিতে যোগ দেন রজনীকান্ত। তিনি জানিয়েছেন, ২০২১ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনেই লড়বে তাঁর দল। ফলে, রজনীকান্তের এই বক্তব্যের মধ্যে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।