
Ram Mandir Flag Hoisting : রামের আদর্শে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দেন তিনি। ৪২ ফুট ধ্বজদণ্ডে ওঙ্কার, সূর্য ও কাঞ্চন ফুলের প্রতীকের মাহাত্ম্য ব্যাখ্যা করে মোদী বলেন, রাম মানেই মূল্যবোধ, ঐক্য ও উন্নয়নের পথ।
Ram Mandir Flag Hoisting : অযোধ্যার রাম মন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ‘৫০০ বছরের প্রতীক্ষার অবসান’। রামের আদর্শে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দেন তিনি। ৪২ ফুট ধ্বজদণ্ডে ওঙ্কার, সূর্য ও কাঞ্চন ফুলের প্রতীকের মাহাত্ম্য ব্যাখ্যা করে মোদী বলেন, রাম মানেই মূল্যবোধ, ঐক্য ও উন্নয়নের পথ।