প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা গেল রামলালাকে, প্রশংসায় মুখ্যমন্ত্রী

রামলালার ট্যাবলোতে দুই সাধুকে কলসের সঙ্গে দেখানো হয়। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। এবার রামলালা উত্তরপ্রদেশের কুচকাওয়াজের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

এ বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা গেল অযোধ্যার ঐতিহ্য। রামলালার মূর্তিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলল উত্তরপ্রদেশ। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল হলেন অযোধ্যার রাম লালা। ভগবান রামের শিশুরূপ দেখা যায় কর্তব্য পথে।

রামলালার ট্যাবলোতে দুই সাধুকে কলসের সঙ্গে দেখানো হয়। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। এবার রামলালা উত্তরপ্রদেশের কুচকাওয়াজের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মন্দিরে রামলালার মূর্তির ঠিক পিছনে দেখা যায় দুই সাধুকে।ভগবান রামের দর্শন পেতে ভক্তদের ভিড় জমেছে অযোধ্যায়। এবার যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন তারা উত্তরপ্রদেশের একটি বিশেষ ট্যাবলো দেখতে পাওয়া গেল। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রামলালার মূর্তি চিত্রিত একটি ট্যাবলো উপস্থাপন করে উত্তর প্রদেশ।

Latest Videos

এদিন রাজ্যের ট্যাবলোর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন

 

 

রামলালার জীবনের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। শঙ্খ বাজানো এবং মন্ত্র উচ্চারণের মধ্যে রামলালা গর্ভগৃহে বসেছিলেন। রাম মন্দির উদ্বোধনের পর ভক্তদের উৎসাহ তুঙ্গে। এদিন সেই ছবিই ফুটে উঠল কর্তব্যপথে উত্তর প্রদেশের ট্যাবলোতে।

এই বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হিসেবে দুটি বিশেষ বিষয়কে বেছে নেওয়া হয়েছে । এর মধ্যে একটি হল, ‘বিকশিত ভারত’, অপরটি হল, ‘ভারত – লোকতন্ত্রের মাতৃকা’ । এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেন ফরাসি দেশের সেনারাও। ভারতে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামরিক শক্তি পরিদর্শনের জন্য তিনিও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রায় ১৩ হাজারেরও বিশেষ অতিথির সমাগম হয়ে বলে জানা গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News