শীতের ভোরে পুলিশের ঘুম, লকআপ থেকে চম্পট দিল নাবালিকা ধর্ষণে অভিযুক্ত

  • নাবালিকা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে
  • সেই অভিযুক্তই পালাল পুলিশ লকআপ থেকে
  • সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল
  • মঙ্গলবার ভোরে পুলিশের ঘুমের সুযোগে সে পালায়

 

amartya lahiri | Published : Dec 17, 2019 4:17 PM IST

দেশ যখন ধর্ষকদের করা শাস্তির দাবিতে সরব, তখনই পুলিশের গাফিলতিতে লকআপ থেকে চম্পট দিল এক ধর্ষণে অভিযুক্ত। মঙ্গলবার ছত্তিশগড়ের সুরজপুর জেলায় পুলিশের জিম্মা থেকে পালাল এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১৮ বছরের এক যুবক। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে এক অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর-সহ মোট ছয় পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

সুরজপুরের পুলিশ সুপার রাজেশ কুকরেজা জানিয়েছেন, রামনগর গ্রামের এক ১৭ বছর বয়সী কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগে  সোমবার সন্ধ্যায়ই গ্রেফতার করা হয়েছিল সুরজ বিশ্বকর্মা-কে। কিন্তু মঙ্গলবার ভোর ৫টা নাগাদ সে কোতোয়ালি থানার লক-আপ থেকে পালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্য সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ।

মঙ্গলবারই সুরজ বিশ্বকর্মা-কে আদালতে পেশ করার কথা ছিল। তাকে ফের গ্রেফতার করার জন্য ব্যাপক তল্লাশী শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওই ছয় পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Share this article
click me!