সাইরাসের শেষকৃত্যে হুইল চেয়ারে করেই উপস্থিত হলেন রতন টাটার সৎ মা, দেখা নেই টাটা সন্সের কর্তাদের

গত রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গেল না টাটা সন্সের শীর্ষ কর্তাদের। উপরোন্তু উপস্থিত ছিলেন নাভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোন। এদিন হুইল চেয়ারে বসা বৃদ্ধার উপসস্থিতি সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল।
 

সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে অনুপস্থিত টাটা সন্সের শীর্ষকর্তারা, বরং হুইল চেয়ারে করে উপস্থিত হলেন নবতিপর বৃদ্ধা সিমোন  টাটা। শেষকৃত্যের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তেষ্টিস্থলেই ছিলেন রতন টাটার সৎ মা, তথা শিল্পজগতের এককালের জনপ্রিয় মুখ সিমোন।


গত রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মঙ্গলবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে দেখা গেল না টাটা সন্সের শীর্ষ কর্তাদের। উপরোন্তু উপস্থিত ছিলেন নাভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোন। এদিন হুইল চেয়ারে বসা বৃদ্ধার উপসস্থিতি সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল। 

Latest Videos


রতন টাটার বাবা নাভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোন এককালে ভারতীয় শিল্প জগতে বেশ জনপ্রিয় ছিলেন, উল্লেখ্য তাঁর নেতৃত্বেই টাটা গ্রুপের রূপটানের ব্র্যান্ডটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। নাভাল টাটা সিমোনের একমাত্র সন্তান নোয়েল টাটা। বর্তমানের টাটা সন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের শীর্ষ পদে রয়েছেন নোয়েল। 
এককালে রতনের উত্তরসূরি হিসেবে নোয়েলের বদলে সাপুরজী পালনজীর মিস্ত্রির কনিষ্ঠ সন্তান সাইরাসকে বেছে নিয়েছিলেন রতন। সাইরাল ছিলেন নোয়েলের শ্যালক। পালনজির কন্যা অল্লু মিস্ত্রিকে বিয়ে করেছিলেন নোয়েল। 

আর ও পড়ুনগাড়ি দুর্ঘটনায় কোথায় চোট পেয়েছিলেন, কী কারণে মৃত্যু হল সাইরাস মিস্ত্রির? সামনে এল পোস্টমর্টেম রিপোর্ট
এবার তাঁর মৃত্যুতে সাপুরজি পালনজী গোষ্ঠীর উত্তরসূরি কে হবে তাই নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এবিষয় মুখে কুপুল এঁটেছে টাটা গোষ্টি। 
প্রসঙ্গত, এই টাটা সন্সের সঙ্গেই আইনি লড়ায়ে জড়িয়েছিলেন সাইরাস মিস্ত্রি। টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকেও সরতে হয়েছিল তাঁকে। এরপর থেকেই রতন টাটা ও সাইরাসের সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পায়। এমনকি সাইরাসের শেষকৃত্যেও এলেন না শিল্পপতি। 
মঙ্গলবার সাইরাসের শেষকৃত্যে উপস্থিত ছিলেন অনিল অম্বানি, সুপ্রিয়া সুলে, মিলিন্ড দেওড়ার মতো ব্যক্তিত্বেরা।

আরও পড়ুনশাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ আর জাভেদ আখতার 'টুকড়ে টুকড়ে গ্যাং'এর এজেন্ট, বললেন মন্ত্রী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |