Ration Distribution: বিরাট খবর, এক সঙ্গে চার মাসের রেশন দিচ্ছে সরকার, কীভাবে পাবেন?

Published : Jun 16, 2025, 10:39 AM IST

Ration Distribution> ছত্তিশগড়ে চাল উৎসব উপলক্ষে রেশন কার্ডধারীদের তিন মাসের চাল দেওয়া হচ্ছে। ৭০টি দুর্গম কেন্দ্র চিহ্নিত করে সেখানে ৪-৬ মাসের রেশন মজুত রাখা হবে বর্ষাকালে যাতায়াত ব্যাহত হলেও যাতে রেশন সরবরাহ নিশ্চিত থাকে।

PREV
110

আপনি কি রেশন কার্ডের হোল্ডার? প্রতি মাসে রেশন নিয়ে থাকেন বিনামূল্যে? তাহলে আপনার জন্য এল বিরাট খবর।

210

এবার রেশন কার্ডধারীরে পাবেন এক সঙ্গে চার মাসের রেশন। বিরাট খবর এল রাজ্যবাসীর জন্য।

310

খাদ্য কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় ৭০টি দুর্গম কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেখানে বিনামূল্যে দেওয়া হবে রেশন। তাও এক সঙ্গে চার মাসের।

410

শীঘ্রই শুরু হবে এই রেশন বিতরণ। এবার এক সঙ্গে চার মাসের রেশন মিলবে বিনামূল্যে।

510

এমন ঘটনা ঘটতে চলেছে ছত্তিশগড়ে। সেখানে পালিত হচ্ছে চাল উৎসব। এর আওতায় রেশন কার্ডধারীদের তিন মাসের জন্য চাল দেওয়া হচ্ছে।

610

অন্যদিকে, বস্তার বিভাগের বিজাপুরে, কালেস্টরের উদ্যোগে গ্রামবাসীদের ৪ মাসের রেশন দেওয়া হবে।

710

গণবন্টন ব্যবস্থার (পিডিএস) আওতায়, নিয়াদ নেলানার যোজনার আওতায় বিজাপুরের দারেলির প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চার মাসের জন্য এককালীন রেশন বিতরণ করা হয়েছিল।

810

গ্রামবাসীরা যাতে সময় মতো রেশন পেতে পারেন, সেজন্য ট্রাক্টরের মাধ্যমে রেশন সামগ্রী প্রধান পঞ্চায়েতে পৌঁছে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা করা হয়েছিল।

910

জানা যাচ্ছে, ৭০টি দুর্গম কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেখানে বৃষ্টির সময় যান চলাচল ব্যাহত হয়।

1010

এই এলাকায় ৪ থেকে ছয় মাসের রেশন সংরক্ষণ এবং বিতরণ করা হয়। যাতে গ্রামবাসীরা কঠিন পরিস্থিতেও রেশন পেতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories