এখনও শেষ হয়নি তাঁর কার্যকালের মোয়াদ কিন্তু তার আগেই নিদের পদ থেকে ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য। এর পাশাপাশি তিনি মানিটারি পলিসি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আগামী ৬ মাস পরই শেষ হত তাঁর কার্যকালের মেয়াদ। কিন্তু তার গেই রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কিন্তু পদত্যাগের কারণ ঠিক কী, তা এখনই স্পষ্ট করে জানা যায়নি।
একটি আন্তর্জাতিক বাণিজ্য পত্রিকা সূত্রে খবর, অগস্ট মাসে নিউ ইয়র্কের স্টার্ন স্কুল অব বিজনেসে ফিরে যাচ্ছেন তিনি। উর্জিত পটেল-এর পর এখনও পর্যন্ত পদের বিচারে এটাই সবথেকে বড় ইস্তফা। গত বছর ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার ন'মাস আগেই নিদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্জিত পটেল।
প্রসঙ্গত, ২০১৬ সালে উর্জিত পটেলকে গভর্নর পদে নিয়োগ করার পরই ডেপুটি গভর্নরের পদে যোগ দিয়েছিলেন বিরল আচার্য। তাঁর পদত্যাগের পর এখন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় এখন মাত্র তিনজন ডেপুটি গভর্নর রয়েছেন, তাঁরা হলেন, এনএস বিশ্বনাথন, বি পি কানুঙ্গ এবং এম কে জৈন।