অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, চোখ রাখা যাক রাজনৈতিক ব্যাক্তিদের প্রতিক্রিয়ায়

Published : Nov 09, 2019, 11:50 AM ISTUpdated : Nov 09, 2019, 01:12 PM IST
অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, চোখ রাখা যাক রাজনৈতিক ব্যাক্তিদের প্রতিক্রিয়ায়

সংক্ষিপ্ত

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের বিতর্কিত জমি রাম লালার, জানাল সর্বোচ্চ আদালত পাঁচ একর জমি দিতে হবে মসজিদ তৈরি করতে কেন্দ্রীয় সরকার তিন মাসে মন্দির তৈরির নিময় বানাবে

একবার দেখে নেওয়া যাক অযোধ্যা মামলার রায়ের পর ভারতীয় রাজনৈতিক ব্যক্তিরা কে কি মন্তব্য করলেন। সুপ্রিম কোর্টের রায় গিয়েছে রাম লালার পক্ষে। রায়কে স্বাগত জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। পাঁচ একর জমি দেওয়া হবে মসদিজ তৈরির জন। আগামী তিন মাসে মন্দির তৈরির নিময় বানিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এমনটাই জনাল সুপ্রিম কোর্ট। 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

বিজেপির নতুন কার্যকরী সভাপতি নিতিন নবীন, জানুন সর্বকনিষ্ঠ সভাপতির বর্ণময় উত্থান
গোয়ায় দ্বিতীয় MH 60R হেলিকপ্টার স্কোয়াড্রন চালু করবে ভারতীয় নৌবাহিনী