'শাস্তি দেওয়া হচ্ছে ', কান্নায় ভেঙে পড়ে গুরুতর অভিযোগ আনলেন নির্ভয়ার মা

  • শুক্রবার আরও একবার পিছিয়ে গিয়েছে নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি
  • তারপরই আদালতে কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা
  • তীব্র ক্ষোভ উগরে দেন তিনি
  • কার দিকে আঙুল তুললেন?

 

সরকার ও আদালত দোষীদের সাহায্য় করছে নির্যাতিতাদের নয়। মনে হচ্ছে আমাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আরও একবার আদালতের নির্দেশে নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি পিছিয়ে যাওয়ার পর ঠিক এই ভাষাতেই সরকার ও আদালকতের বিরুদ্ধে ক্ষোভ, অভিমান উগরে দিলেন নির্ভয়ার মা আশা দেবী। তবে আসামিরা আইনি কৌশলে কেবল ফাঁসির দিনটা পিছোতে পারে ফাঁসি এড়াতে পারবে না বলেই তাঁর বিশ্বাস।

তবে, ফাঁসি আরও একবার বিলম্বিত হওয়ার পর তিনি স্পষ্ট আঙুল তুলেছেন সরকার ও বিচার ব্যবস্থার দিকে। তাঁর মতে আসামিদের শাস্তি দিতে সরকার ও আদালতের পক্ষ থেকে যথেষ্ট কে প্রচেষ্টা নেই। আশা দেবী বলেন, 'আমাদের রোজ এক আদালত থেকে অন্য আদালতে ঘোরানো হচ্ছে। যেন অন্য কেউ অপরাধ করেছে এবং আমাদের শাস্তি দেওয়া হচ্ছে'। আপাতত শুধু মুকেশ রয়েছে। .. তারপর আরও তিনজন রয়েছে। তাদের নিয়ে কেউ কথা বলছে না। সরকারী আইনজীবী আদালতে একবারও বলেননি যে আরও তিনজন আছেন। সরকার ও আদালত ওদের সাহায্য করছে'।

Latest Videos

নির্ভয়ার বাবা বলেন, 'নির্যাতিতার পরিবারের জন্য কোনও আইন নেই, তবে দোষীদের পক্ষে আইনি প্রতিকার রয়েছে, এ কারণেই সমস্যা দেখা দিচ্ছে'। তবে তিনি আশা হারাননি, জানিয়েছেন, 'ন্যায়বিচার খুব বেশি দূরে নেই। ওদের ফাঁসিও খুব বেশি দূরে নেই। ফাঁসিতে গলা দেওয়ার জন্য ওদের নিজেদের প্রস্তুত করা উচিত। ওরা ফাঁসি পিছিয়ে দিতে পারে কিন্তু ফাঁসি হবেই'।

 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed