গিরিশ প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর

  • গিরিশ কারনাডের মৃত্যুতে শোকের ছায়া দেশ জুড়ে
  • রাজনৈতিক মহলেও প্রবল প্রতিক্রিয়া
  • শ্রদ্ধাজ্ঞাপনে সামিল দেশের নেতা-মন্ত্রীরা
  • সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-র

গিরিশ করনাডের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাষ্ট্রপতি তাঁর টুইটার অ্যাকাউন্টে এই শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'গিরিশ করনাডের প্রয়াণের খবরে অত্যন্ত দুঃখজনক। তিনি ছিলেন অভিনেতা, সাহিত্যিক, ভারতীয় নাট্যজগতের এক পথিকৃৎ। তাঁর পরিবার এবং তাঁর সৃষ্টিশীলতাকে অনুসরণকারীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।'

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, 'তিনি সবধরণের মাধ্যমেই তাঁর বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন। যে বিষয়গুলি তাঁকে নাড়া দিত সে সমস্ত বিষয়ে গভীর আবেগের সঙ্গে কিছু বলতেন। তাঁর রেখে যাওয়া কাজকর্ম আগামী দিনে আরও জনপ্রয়িতা পাবে। তাঁর প্রয়াণ সত্যিকারে দুঃখজনক ঘটনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে পোস্ট করা তাঁর শোকবার্তায় জানিয়েছেন, 'সকালেই প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার গিরিশ করণাডের প্রয়াণের দুঃখজনক খবরটা পাই। দেশ গিরিশজির কাজ ও শৈল্পিক সৃষ্টিশীলতার অভাবকে অনুভব করবে।'

 

সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাঁর প্রকাশ করা শোকবার্তায় লিখেছেন, 'আধুনিক ভারতের এক উজ্জ্বল রত্নের হৃদয় বিদারক প্রয়াণে শোক জানাই। একজন নাট্যকার, অভিনেতা ও সাহিত্যিক হিসাবে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। তিনি সমাজের উন্নতি, সাম্য ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় নিজেকে ব্রতী করেছিলেন। ব্যক্তিগতভাবে এটা ভীষণরকমের ক্ষতি।'

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর