বৃহস্পতিবারের মত শুক্রবারও দৈনিক আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড। গত কালই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি পেরিয়েছিল। আর গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের গণ্ডি ছাড়াল। এদেশে মোট সংক্রমণের সংখ্যা এখন ১৬ লক্ষ ৩৮ হাজার ৭৭৯।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫,৭৪৭। যদিও এরমধ্যে আশার খবর দেশের সুস্থতার হার। ভারতে মোট করোনা জয়ীর সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬ তে। ফলে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২২৩। ফলে ভারতে সুস্থতার হার এখন ৬৪.৫৪ শতাংশ।
রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষের বেশি। আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা ৬ লক্ষ ৪২ হাজার ৫৮৮। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৩২ হাজার ৯৭০।
এদিকে করোনায় মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে এখন ৫ নম্বরে উঠে এসেছে ভারত। যদিও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুযায়ী ভারতে করোনায় মৃতের হার ২.১৮ শতাংশ। যা বিশ্বের মৃতের হার ৪ শতাংশের প্রায় অর্দ্ধেক। অন্যদিকে দিল্লি, গুজরাত, তামিলনাড়ু সহ দেশের ১৬টি রাজ্যে সুস্থতার হার ভারতের গড় সুস্থতার হারের তুলনায় বেশি।