আটকে পড়া ৪১ জন শ্রমিককেই মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশীয় প্রযুক্তিতে ইঁদুরের গর্ত বা ব়্যাট হোল মাইনিং করে নিরাপদে বের করা আনা হয়েছে।
উত্তরাখণ্ডের সিল্কিয়ার সুড়ঙ্গে কাজ করতে গিয়ে ধসের কারণে আটকে পড়া ৪১ জন শ্রমিককেই মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশীয় প্রযুক্তিতে ইঁদুরের গর্ত বা ব়্যাট হোল মাইনিং করে নিরাপদে বের করা আনা হয়েছে ৪১ জন শ্রমিককে। তাদের প্রত্যেককেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে। উদ্ধারকাজের জন্য আগে থেকেই দাঁড়িয়েছিল বায়ু সেনার চিনুক হেলিকপ্টার ও একাধিক অ্যাম্বুলেন্স। উদ্ধারকারীরা বলেছেন, সাধারণ তাপমাত্রায় উদ্ধার হওয়া শ্রমিকরা খাপ খাইয়ে নিয়ে কিছুটা সময় নেবে।