RG Kar Case: সিভিক নিয়োগ নিয়ে এই ৬টি 'কঠিন' প্রশ্ন, কাল সুপ্রিম কোর্টে উত্তর দেবে রাজ্য

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে ৬টি প্রশ্নের উত্তর হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্য সরকারকে।

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে এই মামলার শুনানি। আগামিকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যদিকে সিবিআইকেও তদন্তের অগ্রগতি হলফনামা দিয়ে জানাতে হবে।

সুপ্রিম কোর্টে রাজ্যকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত যে ৬টি প্রশ্নের উত্তর হলফনামা দিয়ে জানাতে হবে সেগুলি হল-

Latest Videos

১। কোন আইনের ক্ষমতাবলে পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে?

২। কী পদ্ধতিতে নিয়োগ করা হয়?

৩। কীকী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হয়?

৪। যাদের নিয়োগ করা হচ্ছে তাদের আগে কোনও অপরাধের ইতিহাস রয়েছে কিনা তা কোন প্রক্রিয়ায় যাচাই করা হয়?

৫। কোন কোন প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে?

৬। সিভিক ভলান্টিয়ারদের বেতন কীভাবে দেওয়া হয়, কত অর্থ বরাদ্দ করা হয়?

মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে ৬টি প্রশ্নের উত্তর হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্য সরকারকে। যদিও আগেই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, হাসপাতাল, স্কুলের মত সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা যাবে না।

এর আগের শুনানিতেই সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট পেশ করেছিল শীর্ষ আদালতে। এবারও সেইমত রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্ট। আগেরবারে সিবিআই -এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তদন্তের স্বার্থে রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করেনি। অন্যদিকে আরজি কর মামলার এটাই হয়তো শেষ শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। কারণ তিনি ১০ নভেম্বর অবসর গ্রহণ করেছেন। ৯ ও ১০ শনি ও রবিবার পড়ছে। তাই তার আগে হাতে থাকছে মাত্র তিন দিন। তিন দিনের মধ্যে আরজি কর মামলার শুনানি হবে কিনা সেই প্রশ্ন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury