সুপ্রিম কোর্টের নির্দেশনামায় কোথায় রয়েছে আরজি কর মামলা? কখন শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্ট বুধবার শুনবে আজরি কর মামলা। মঙ্গলবারের শুনিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে সিভিক ভলান্টিয়ার নিয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছিল।

 

সুপ্রিম কোর্টে মঙ্গলবার হয়নি আরজি কর মামলার শুনানি। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। স্থগিত করে দেোযা হয় মামলার শুনানি। নির্দেশনামায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে বুধবার প্রথমেই হবে আরজি কর মামলার শুনানি। শুনানির তালিকায় প্রথমেই আরজি কর মামলার নাম। সুপ্রিম কোর্ট সূত্রের খবর বুধবার সকাল সাড়ে ১০টা এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রের খবর প্রধান বিচারপতিকে এদিন আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে যান প্রধান বিচারপতি। সেই কারণে আরজি কর মামলার শুনানি স্থগিত করা হয়। আর তারই জেরে আরও একবার পিছিয়ে যায় আরজি কর মামলার শুনানি। যদিও সুপ্রিম কোর্ট বুধবার শুনবে আজরি কর মামলা। মঙ্গলবারের শুনিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে সিভিক ভলান্টিয়ার নিয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছিল। সূত্রের খবর রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের ৬টি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআইও আরজি কর হাসপাতালের হত্যাকাণ্ড ও হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Latest Videos

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ডিওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করবেন আগামী ১০ নভেম্বর। তার আগে এটাই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার শেষ শুনানিও হতে পারে। তেমনই মনে করছেন অনেকে। গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। তারপর থেকেই নির্যতিতার বিচারের দাবিতে সরব হয় জুনিয়র ডাক্তাররা। শুরু হয় কর্মবিরতি ধর্না অবস্থান। আরজি কর আন্দোলনের প্রভাব পড়েছিল গোটা দেশে। তারপরই সুপ্রিম কোর্ট নিজের উদ্যোগেই এই মামলা নেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury