Kiren Rijiju Waqf Amendment Bill : আজ সংসদে পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। পেশ করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন মন্ত্রী কিরেন রিজিজু। 'ইউপিএ সরকার ১২৩ টি গুরুত্বপূর্ণ বিল্ডিং ওয়াকফ'কে দিয়ে দিয়েছে'। 'বিজেপি ক্ষমতায় না আসলে কংগ্রেস, সংসদ ও বিমানবন্দরের জমি ওয়াকফ'কে দিয়ে দিত'। 'বিজেপি আজ ওয়াকফ বিল পেশ করেছে সংসদে'। 'এই ওয়াকফ বিল পেশ না হলে সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হতো'