
Rishikesh : ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমে এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্যের সাক্ষী রইল ভক্তসমাজ। আশ্রমের আরতিস্থলে স্থাপিত বিশাল ভগবান শিবের মূর্তিকে ছুঁয়ে গেল গঙ্গার জল।
Rishikesh : ঋষিকেশের পরমার্থ নিকেতন আশ্রমে এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্যের সাক্ষী রইল ভক্তসমাজ। আশ্রমের আরতিস্থলে স্থাপিত বিশাল ভগবান শিবের মূর্তিকে ছুঁয়ে গেল গঙ্গার জল। প্রবল স্রোতের কারণে গঙ্গা নদীর জল বেড়ে আশ্রম চত্বরে পৌঁছে যায় এবং শিবমূর্তির পাদদেশে এসে স্পর্শ করে। অনেকেই এই ঘটনাকে ভগবানের কৃপা ও অলৌকিক ইঙ্গিত বলে মানছেন।