রোগজার মেলা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কংগ্রেসের। সরকারী ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে বলে দাবি মল্লিকার্জুন খাড়গের। মোদী বছরে ৩ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রোজগার মেলা ২০২৩-এর ৭১ হাজারেও বেশি নিয়োগপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি দাবি করেছেন তাঁর সরকার নিয়োগের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে চায় ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। কিন্তু রোজগার মেলা নিয়ে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছে কংগ্রেস । কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুত পুরণ করেনি। তাঁর শাসনকালের মেয়াদ অনুযায়ী তাঁর ১৬ কোটি চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তিনি মাত্র ৭১ হাজার নিয়োগপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে। ১৬ কোটির চাকরি কবে হবে তাও জানতে চেয়েছ কংগ্রেস।
কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে বলেন, সরকারি দফতরে এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। সেখানে মাত্র ৭১ হাজার নিয়োগপত্র বিলি গয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে মোদী বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন- সেই কথাও এদিন মনে করিয়ে দেন তিনি। খাড়গে সরাসরি বলেন,'নরেন্দ্র মোদীজি, সরকারি দফতরে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে। আপনি আজ যে ৭১ হাজার নিয়োগপত্র বিলি করেছেন তা নিতান্তই সামান্য।' খাড়গে এখানেই শেষ করেননি। তিনি টুইট করে বলে, শূন্যপদগুলিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। 'আপনি প্রতি বছর যে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায়?'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত বছর ১০ লক্ষ লোলকে চাকরি দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রোজগার মেলা। তিনি করেছেন কেন্দ্রীয় সরকারে কর্মসূচি বিজেপি ও তাঁর জোটশক্তিরা যেসব রাজ্যে ক্ষমতায় রয়েছে সেইসব রাজ্যগুলিতে কার্যকর করা হচ্ছে। দেশের বাকি রাজ্যগুলি এই মেলা দ্রুত কার্যকর করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। মোদী এদিন নিয়োগপ্রাপ্তদের সম্বোধন করে বলেন, জনগণের সেবা করার সংকল্প নিয়েই কাজ করতে হবে। তিনি বলেন, নাগরিকদের সর্বদা সঠিক পরিষেবা দেওয়াই প্রশাসনিক ব্যবস্থা মন্ত্র হওয়া উচিৎ। তিনি বলেন, ভোক্তাদের সঠিক পরিষেবা দিতে হবে। তিনি বলেন এই কারণেই সরকারি খাতে চাকরিকে সাধারণ চাকরি নয়, সরকারি চাকরি বলা হয়।
মোদী বলেন, পরিকাঠামোখাতে ব্যাপর বিনিয়োগ কর্মসংস্থান ও স্ব কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দিয়েছে। যেখানে উন্নয়নের প্রবৃদ্ধি দ্রুত গতিতে বাড়ছে। স্বকর্মসংস্থানের সুযোগ আবার নিয়োগ প্রক্রিয়াকে আরও জোরদার করেছে। আগেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছিল, রোজগার মেলায় কর্মসংস্থানের সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ার সেক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপও করা হয়েছে।
রোজগার মেলায় আরও কর্মসংস্থান সৃষ্টিতে একটি অনুঘটক হিসেবে কাজ করবে। তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ আগামী প্রজন্মকে দেবে বলেও আশা করা হয়েছে।
আরও পড়ুনঃ
লাদাখ সীমান্তে চিনের যুদ্ধের দামামা বাজাচ্ছেন শি জিংপিং, কথা বলেন অবস্থানরত সেনার সঙ্গে
ভূমিধসে বিপর্যস্ত যোশীমঠে নতুন বিপর্যয় প্রবল বৃষ্টি আর তুষারপাত, দেখুন প্রকৃতির দুর্যোগের ছবিগুলি
বাজেট ২০২৩- এই বছরের কেন্দ্রীয় বাজেটের কাছ থেকে কি প্রত্যাশা দেশের ব্যাঙ্কগুলির