আইনের সেকশন ৩০ অনুযায়ী, তিনি উল্লেখ করে সন্তানদের বঞ্চিত করতে পারেন। কিন্তু উইলে স্পষ্ট লেখা থাকতে হবে। এমনকি গিফ্ট ডিড, রেজিস্ট্রি, পার্টিশন ডিড যেভাবেই ইচ্ছা তার স্ব-অর্জিত সম্পত্তি তিনি বিলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সন্তানরা কোনওরকম দাবি করতে পারবে না। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, উইল না থাকলে শিশু-পুত্র, কন্যা, স্ত্রী, বা-মা সবাই সমান ভাগে ভাগ পাবে।