রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বরাদ্দ কমছে গমের, সমস্যার সমাধান চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি রেশন ডিলারদের

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের পরিস্থিতিতে গত এপ্রিল মাসে একটি নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে এবার ভারতের রেশনেও। যুদ্ধের কারণে গমের বরাদ্দ কমে যাওয়ার অভিযোগ জানাচ্ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই মর্মে মঙ্গলবারই কেন্দ্রীয় খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠিও পাঠানো হয়েছে। তাঁদের অভিযোগ রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের প্রভাবে চাল ও গম বিক্রির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার জেরেই ক্রমশ গমের বরাদ্দ কমছে। ফলে মানুষের জন্য চাল ও গমের যোগান পর্যাপ্ত রাখা যাচ্ছে না। এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী সভার সদস্যকে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের পরিস্থিতিতে গত এপ্রিল মাসে একটি নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। গত এপ্রিল মাস থেকে খোলা বাজারে চাল ও গম বিক্রি প্রকল্প নিয়ে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়। যার প্রভাব এবার পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর উপর পড়তে শুরু করেছে বলে অভিযোগ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-এর। এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে রেশন ডিলারদের তাদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিয়েছে এফসিআই।

Latest Videos

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের দাবি বরাদ্দ বাড়লেই মানুষের জন্য চাল ও গমের যোগান স্বাভাবিক রাখা যাবে। এফসিআই-এর কাছে বর্তমানে ১৫৯ লক্ষ টন গম ও ১০৪ লক্ষ টন চাল মজুত রয়েছে বলে দাবি করছেন তাঁরা। যা ২০২৩ সালের জানুয়ারি মাসে দেশবাসীকে দেওয়ার জন্য যথেষ্ট। এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বরাদ্দ বাড়ালেই সমস্যার সমাধান হবে বলেও দাবি করছেন তাঁরা। এই নিষেধাজ্ঞা তোলার আর্জি জানিয়েই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন - 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কথায় কাজ হয়েছে, বললেন CIA প্রধান

সমলিঙ্গের বিয়েতে স্বীকৃতি দিলেন জো বাইডেন, সমানাধিকারের পথে একধাপ এগিয়ে গেল আমেরিকা

ভারত অবশ্যই সুপার পাওয়ার হয়ে উঠবে, চিনকে খোঁচা মেরে মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia