বিজেপি-তে সাইনা নেহওয়াল, আজই যোগদান ব্যাডমিন্টন তারকার

Published : Jan 29, 2020, 12:25 PM ISTUpdated : Jan 29, 2020, 07:31 PM IST
বিজেপি-তে সাইনা নেহওয়াল, আজই যোগদান ব্যাডমিন্টন তারকার

সংক্ষিপ্ত

বিজেপি-তে যোগ দিচ্ছেন সাইনা নেহওয়াল দিল্লি নির্বাচনের আগেই বড় চমক গেরুয়া শিবিরের বিশ্ব ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন হায়দ্রাবাদি শাটলার  

বিজেপি-তে যোগ দিতে চলেছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। আজই তিনি বিজেপি-তে যোগ দেবেন বলে খবর। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা তারকা শাটলারকে দলে নিয়ে নিঃসন্দেহে বড় চমক দিল বিজেপি। 

ইতিমধ্যেই ২৯টি খেতাব রয়েছে সাইনাপ ঝুলিতে। ২০১৫ সালে  আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড়দের এক নম্বর জায়গাও দখল করেছিলেন তিনি। অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমস-এর মতো প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। 

হরিয়ানায় জন্মগ্রহণ করলেও পরবর্তী সময় হায়দ্রবাদেই বেড়ে উঠেছেন তিনি। দক্ষিণ ভারতের দলের প্রভাব বিস্তারে যে বিজেপি-কে অনেকটাই সাহায্য করবে, তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন সাইনা। এখনও বেশ কয়েক বছর দাপিয়ে খেলার কথা তাঁর। এর মধ্যেই কেন তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা ভেবেই বেশ অবাক ক্রীড়া মহল। সূত্রের খবর, দলের হয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারেও অংশ নেবেন তিনি। 
 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি