২১ জুলাই সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে মামলার শুনানি! SSC নিয়ে বিতর্কিত মন্তব্য ইস্যুতে মামলা

Published : Jul 20, 2025, 10:29 PM IST
The Supreme Court of India (Photo/ANI)

সংক্ষিপ্ত

 স্কুল সার্ভিস কমিশনের ২০ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল

স্কুল সার্ভিস কমিশনের ২০ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সোমবার অর্থাৎ ২১ জুলাই সেই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হবে। বেলা ১১টা নাগাদ মামলার শুনানি হবে।

চলতি বছর ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে দুর্নীতির অভিযোগে ২৬ হাজার চাকরি বাতিল করে দেয়। ২০১৬ সালের পুরো নিয়োগের প্যালেনই বাতিল করে দিয়েছিল। সেই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বিতর্কিত মন্তব্যটি করেন। মমতার সেই মন্তব্য নিয়ে ২৪ এপ্রিল মামলা দায়ের করা হয়েছিল। সূত্রের খবর মামলাকারীদের তরফে গত শনিবার ওই মামলার তথ্য নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদও জমা দেওয়া হয়েছে।

যদিও এই মামলা প্রসঙ্গে তৃণমূল সরব হয়েছে। বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনেই রাজ্য সরকার যাবতীয় পদক্ষেপ করছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এসএসসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষার দিনও ঘোষণা করেছে। যদিও তাই নিয়েও একাধিক মামলা দায়ের করা হয়েছে। কয়েকটি মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল