School Holidays: রাজ্যের স্কুলগুলোতে ফের ছুটি ঘোষণা, টানা ৩ দিন বন্ধ থাকছে পঠনপাঠন, জেনে নিন কেন

Published : Dec 19, 2025, 08:42 AM IST

বছর শেষে ভারতের বিভিন্ন রাজ্যে ঠান্ডা, দূষণ সহ নানা কারণে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে, গোয়ায় মুক্তি দিবস উদযাপনের জন্য ১৯ ডিসেম্বর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এই দিনটি ১৯৬১ সালে পর্তুগিজ শাসনের অবসান হয়।

PREV
15

বছর শেষে প্রকাশ্যে এল ছুটির তালিকা। খুশির খবর শিক্ষা মহলে। রাজ্য জুড়ে অনেক স্কুলে ছুটি শুরু হচ্ছে। এবার ফের প্রকাশ্যে এল ছুটি প্রকাশ্যে। শীঘ্রই একাধিক রাজ্যে স্কুলে শুরু হচ্ছে ছুটি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন কারণে ছুটি শুরু হতে চলেছে। জেনে নিন আজ ১৯ তারিখ কোন কোন রাজ্যে স্কুল বন্ধ থাকবে।

25

শুরু হয়ে গিয়েছে বছর শেষের উৎসব। প্রতি বছর ডিসেম্বরের শেষ দিকে প্রায় সব রাজ্যের স্কুলে থাকে ছুটি। এই সময় ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বরের মতো দিনে থাকে ছুটি। সেই সঙ্গে আজ ১৯ ডিসেম্বর থাকবে ছুটি। জেনে নিন কোন রাজ্যে রয়েছে ছুটি।

35

কোথাও তীব্র ঠান্ডা, কোথাও ক্রমবর্ধমান দূষণ এবং কোনও কোনও রাজ্যে শৈত্য়প্রবাহের কারণে বন্ধ পঠনপাঠন। আবার কোথাও চলছে অনলাইনে মোডে স্কুল। তেমনই কুয়াশার কারণে অনেজ রাজ্যে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যে স্কুলের সময় বদল করা হয়েছে। তেমনই জম্মু ও কাশ্মীরের স্কুলে চলছে শীতের ছুটি। দিল্লিতে প্রাথমিক স্তর পর্যন্ত স্কুল বন্ধ।

45

এবার ফের প্রকাশ্যে এল আরও এক রাজ্যে স্কুলের ছুটির তালিকা। আজ ১৯ ডিসেম্বর রাজ্যের সব স্কুল থাকবে বন্ধ। প্রকাশ্যে এল নোটিস। আজ থেকে প্রায় তিন দিন স্কুল বন্ধ থাকবে। আজ শুক্রবার স্কুলে ছুটি। আবার আগামী কাল শনিবার ও রবিবার। শনি-রবি অনেক স্কুল বন্ধ থাকে। সব মিলিয়ে ৩ দিন ছুটি পাবে ছাত্রছাত্রীরা।

55

ছুটি শুরু হচ্ছে গোয়ার স্কুলে। ১৯ ডিসেম্বর গোয়া মুক্তি দিবস। রাজ্যটি ১৯৬১ সালে পর্তুগিজশাসনের অবসানের দিনটি উদযাপন করে। সে কারণে প্রতি বছর ১৯ ডিসেম্বর বন্ধ থাকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো।

Read more Photos on
click me!

Recommended Stories