এবার সি-প্লেনে যাওয়া যাবে স্ট্যাচু অব ইউনিটি-তে, একতা দিবসে মোদীর মুখে বাল্মীকির নাম

স্ট্যাচু অফ ইউনিটি-তে যাওয়া যাবে সি-প্লেনে

শনিবার এই পরিষেবা সূচনা করলেন নরেন্দ্র মোদী

একতা দিবস উপলক্ষ্যে দুদিনের গুজরাত সফরে এসেছেন

মনে করিয়ে দিলেন আদিকবি বাল্মীকির কথাও

 

গুজরাতের নর্মদা জেলার কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি-তে এখন যাওয়া যাবে সি-প্লেন বা জল থেকে চালিত বিমানে করে। শনিবার, আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্ট থেকে স্ট্যাচু অফ ইউনিটি-র সংযোগকারী এই সামুদ্রিক বিমান পরিষেবার উদ্বোধন  করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নতুন পরিষেবা এই অঞ্চলের পর্যটনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের জন্মদিবস। ভারতীয় প্রজাতন্ত্র গঠনের জন্য প্রাক-স্বাধীনতা সময়ের দেশের ৫৬২ টি ​​রাজতান্ত্রিক রাজ্যকে একত্রিত করেছিলেন তিনি। সেই জন্যই এই দিনটিকে একতা দিবস হিসাবে পালন করা হয়। এদিন জাতীয় একতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শনে এসেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর ১৪৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ সদস্যদের জাতীয় একতা দিবসের কুচকাওয়াজেও অংশ নেন তিনি।

Latest Videos

একতা দিবসের অনুষ্ঠান থেকেই তিনি স্মরণ করিয়ে দেন এই দিনেই রামায়ণ রচয়ীতা হিসাবে পরিচিত আদিকবি বাল্মীকিরও জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভারতের যে সাংস্কৃতিক ঐক্য আজ আমরা দেখতে পাই, আমরা যে ভারতবর্ষের অভিজ্ঞতা অর্জন করেছি, তাকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করার কাজটি বহু শতাব্দী আগে আদিকবি মহর্ষি বাল্মীকিই করে গিয়েছিলেন।'

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo