সতর্কতা বৃদ্ধি নেট ব্যাঙ্কিং-এ! আগামী ৪ মাসের মধ্যে ভেরিফিকেশন সিস্টেমে নয়া পালক, কড়া নির্দেশ দিল RBI

নেট ব্যাঙ্কিং-এ এখন থেকে বাড়তি সতর্কতা। 

শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের প্রত্যেকটি ব্যাঙ্কে। এখন গুগ্ল পে বা ফোন পে-র মতো ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায়। অচেনা কোনও নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে, কাকে টাকা পাঠানো হচ্ছে সেি বিষয়ে প্রেরককে তথ্য দেখিয়ে দেয় ইউপিআই প্ল্যাটফর্ম।

মানে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে গ্রাহকের ব্যাঙ্কে নথিবদ্ধ হওয়া নাম। এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

Latest Videos

এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সব ব্যাঙ্ককে এই ব্যবস্থা চালু করতে হবে বলে জানিয়েছে RBI। আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে যাকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর নাম যাচাইকরণের প্রক্রিয়া অর্থাৎ ভেরিফিকেশন সিস্টেম থাকতে হবে ব্যাঙ্কগুলিতে।

এমনকি, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা। পাশাপাশি ব্যাঙ্কের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান, সেক্ষেত্রেও এই সুবিধা দেওয়া হবে তাদের।

ফলে, মনে করা হচ্ছে আর্থিক লেনদেনের ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্যই এই নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সোমবার সন্ধ্যায় জারি করা ওই বিজ্ঞপ্তিতে ইউপিআই পরিষেবার প্রসঙ্গটিও উল্লেখ করেছে আরবিআই। ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকরা যে সুবিধা পেয়ে থাকেন, তা উল্লেখ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে এই সুবিধা চালু হলে প্রেরকরা এক্ষেত্রেও গ্রাহকের নাম আগে থেকে জানতে পারবেন বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

তবে আরটিজিএস এবং এনইএফটি সিস্টেমে এই সুবিধা যুক্ত করার ভাবনাচিন্তা গত কয়েক মাস ধরেই চলছিল আরবিআই-এর তরফ থেকে। তারপর চলতি বছরের অক্টোবর মাসে আরবিআই প্রথম এই বিষয়ে নিয়ে একটি প্রস্তাব দেয়। রিজ়ার্ভ ব্যাঙ্কের মতে, এই ব্যবস্থার ফলে আর্থিক লেনদেনের সময়ে ক্রটি অনেকটাই কমানো যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata