Republic Day Wish Page: ৭৬তম প্রজাতন্ত্র দিবসে প্রিয়জনকে পাঠান আকর্ষণীয় এই শুভেচ্ছা বার্তা! রইল তালিকা

Published : Jan 26, 2025, 07:00 AM IST
INDIAN FLAG

সংক্ষিপ্ত

৭৬তম প্রজাতন্ত্র দিবসে প্রিয়জনকে পাঠান আকর্ষণীয় এই শুভেচ্ছা বার্তা! রইল তালিকা

৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই গৌরবের দিনে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে তো হবেই। আজ আমাদের গর্বের দিন, ইতিহাসের দিন। বহু মানুষের রক্তের দামে আমরা এই বিশেষ দিনটি পেয়েছিলাম। আসুন জেনে নেওয়া যাক কিছু বিশেষ বার্তা যা আজকের দিনটিতে নিজের প্রিয়জনকে পাঠাতে পারবেন-

সকলকে প্রজাতন্ত্রের শুভেচ্ছা। দিনটি গর্বের সাথে উদযাপন করুন আর অবশ্যই আমাদের জাতীর বীরদের শ্রদ্ধা জানাবেন।

জাতির গৌরবে আনন্দ করুন এবং সৈন্যদের ধন্যবাদ জানাতে ভুলবেন না। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৩!

আমাদের গর্ব হওয়া উচিত আমরা ভারতীয়। কারণ এই মহান জাতিতে জন্মানোর সৌভাগ্য সবাই পায় না। শুভ প্রজাতন্ত্র দিবস।

তেরঙা পতাকা ও জাতীয় নাগরিক এবং সেনাবাহিনীদের আমার সেলাম, যারা আমাদের গর্ব এবং আমাদের জাতীয় পতাকা সুরক্ষিত রাখে। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪!

ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা...৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা দেশবাসীকে! 

ভারত শুধু আমার দেশ নয়, নয় শুধু মাতৃভূমি। এদেশে জন্ম নিয়েছে বুদ্ধ, মহাত্মা সহ আরও জ্ঞানী গুণী। তাঁদের চরণ স্পর্শে ধন্য হয়েছে দেশ, আমার মাতৃভূমি! সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস...

হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে লড়াইয়ে নেমেছিলেন বলেই কিন্তু আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবসে তাঁদের বলিদানকে প্রণাম...

আমরা আমাদের দেশকে ভালবাসি, আমরা গর্বিত,

আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রজাতন্ত্র দিবস শুরু করছি।

স্বাধীনতা প্রেমীরা বিরল,

যারা দেশের কোন কাজে আসে না তারা সবাই অকেজো।

যখন তেরঙ্গা ফুঁকবে, তখন প্রত্যেক ভারতীয়ের হৃদয় হাসবে,

এই প্রজাতন্ত্র দিবসে মা ভারতীর লাল দেশাত্মবোধক প্রদীপ জ্বালানো হবে

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের