Republic Day Wish Page: ৭৬তম প্রজাতন্ত্র দিবসে প্রিয়জনকে পাঠান আকর্ষণীয় এই শুভেচ্ছা বার্তা! রইল তালিকা

৭৬তম প্রজাতন্ত্র দিবসে প্রিয়জনকে পাঠান আকর্ষণীয় এই শুভেচ্ছা বার্তা! রইল তালিকা

৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই গৌরবের দিনে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে তো হবেই। আজ আমাদের গর্বের দিন, ইতিহাসের দিন। বহু মানুষের রক্তের দামে আমরা এই বিশেষ দিনটি পেয়েছিলাম। আসুন জেনে নেওয়া যাক কিছু বিশেষ বার্তা যা আজকের দিনটিতে নিজের প্রিয়জনকে পাঠাতে পারবেন-

সকলকে প্রজাতন্ত্রের শুভেচ্ছা। দিনটি গর্বের সাথে উদযাপন করুন আর অবশ্যই আমাদের জাতীর বীরদের শ্রদ্ধা জানাবেন।

Latest Videos

জাতির গৌরবে আনন্দ করুন এবং সৈন্যদের ধন্যবাদ জানাতে ভুলবেন না। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৩!

আমাদের গর্ব হওয়া উচিত আমরা ভারতীয়। কারণ এই মহান জাতিতে জন্মানোর সৌভাগ্য সবাই পায় না। শুভ প্রজাতন্ত্র দিবস।

তেরঙা পতাকা ও জাতীয় নাগরিক এবং সেনাবাহিনীদের আমার সেলাম, যারা আমাদের গর্ব এবং আমাদের জাতীয় পতাকা সুরক্ষিত রাখে। শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪!

ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা...৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা দেশবাসীকে! 

ভারত শুধু আমার দেশ নয়, নয় শুধু মাতৃভূমি। এদেশে জন্ম নিয়েছে বুদ্ধ, মহাত্মা সহ আরও জ্ঞানী গুণী। তাঁদের চরণ স্পর্শে ধন্য হয়েছে দেশ, আমার মাতৃভূমি! সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস...

হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে লড়াইয়ে নেমেছিলেন বলেই কিন্তু আমরা আজ এই দিনটি দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবসে তাঁদের বলিদানকে প্রণাম...

আমরা আমাদের দেশকে ভালবাসি, আমরা গর্বিত,

আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রজাতন্ত্র দিবস শুরু করছি।

স্বাধীনতা প্রেমীরা বিরল,

যারা দেশের কোন কাজে আসে না তারা সবাই অকেজো।

যখন তেরঙ্গা ফুঁকবে, তখন প্রত্যেক ভারতীয়ের হৃদয় হাসবে,

এই প্রজাতন্ত্র দিবসে মা ভারতীর লাল দেশাত্মবোধক প্রদীপ জ্বালানো হবে

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন