মুম্বই ড্রাগ কেস- এনসিবির হাতে গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসারদের হাতে গ্রেফতার  শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। চলছে জিজ্ঞাসাবাদ

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) অফিসারদের হাতে গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Bollywood superstar Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তড়িঘড়ি এনসিবি (NCB)-এর দফতরে ছুটে গিয়েছেন আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে আরিয়ানকে। মুম্বইয়ের ড্রাগ মামলায় (Mumbai drug bust case) নাম জড়িয়েছে শাহরুখ পুত্রের।

আরিয়ান সহ, এনসিবি এই মাদকদ্রব্যের সঙ্গে জড়িত আটজনকে আটক করেছে। তাঁরা হল মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোট, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্ট। রবিবার তাদের হলিডে কোর্টে হাজির করা হয়। আদালতে দ্রুত উপস্থিত হন আরিয়ানের মা গৌরী খান। সূত্রের খবর, এনসিবি আধিকারিকরা আরিয়ান খানের মোবাইল ফোন স্ক্যান করবে। 

Latest Videos

মামলার কথা বলতে গিয়ে, এনসিবি প্রধান বলেছেন, নিরপেক্ষভাবে কাজ হচ্ছে। এই প্রক্রিয়ায়, যদি বলিউড বা ধনী ব্যক্তিদের সাথে কিছু সংযোগ গড়ে ওঠে, তাহলেও রেয়াত করা হবে না। আইনের আওতায় কাজ করতে হবে। তথ্য জানাচ্ছে গত এক বছরে ৩০০টিরও বেশি অভিযান হয়েছে। 

উল্লেখ্য, মুম্বই উপকূলে একটি ক্রুজ জাহাজ আটক করা হয়। শনিবার রাতে ওই জাহাজটিতে অভিযান চালায় এনসিবি। সেখানে বড়সড় রেভ পার্টির  আয়োজন করা হয়। ওই পার্টিতেই ছিলেন আরিয়ান। কীভাবে সেখানে উপস্থিত হলেন তিনি বা ওই ড্রাগ চক্রের সঙ্গে কোনও ভাবে তিনি জড়িত কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটক হওয়ার পরেই আরিয়ান জানিয়েছিলেন তাঁকে ওই পার্টিতে ভিআইপি অতিথি হিসেবে ডাকা হয়েছিল। পার্টিতে কী হচ্ছিল তিনি জানেন না। 

এনসিবি ছয়জন আয়োজককেও ডেকে পাঠিয়েছে যারা ক্রুজ পার্টির পরিকল্পনা করেছিল। এনসিবি সূত্র জানাচ্ছে, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি মাদক নিয়েছেন কীনা বা অন্যদের মাদক দিয়েছেন কীনা, তা নিয়ে তদন্ত চলছে। এনসিবি আরিয়ানের ফোনের চ্যাটগুলি খতিয়ে দেখছে বলে খবর। 

কিভাবে রেভ পার্টির তল্লাশি করা হয়েছিল?

শনিবার রাতে, এনসিবি মুম্বইয়ের একটি ক্রুজ জাহাজে অভিযান চালায়, সেখানে বলিউড, ফ্যাশন এবং বিজনেস টাইকুনদের ঘনিষ্ঠরা যোগ দেয়। তিন দিনের ‘মিউজিক্যাল ভ্রমণ’ এর জন্য রওনা হওয়ার কথা ছিল এই ক্রুজের। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এনসিবি। জানা গিয়েছিল এই ক্রুজে রেভ পার্টি করা হবে ও সেখানে নিষিদ্ধ মাদক ব্যবহার করা হবে। 

জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবি আধিকারিকরা শনিবার যাত্রীদের ছদ্মবেশে জাহাজে উঠেছিলেন। মুম্বই উপকূল ছেড়ে ক্রুজটি মাঝ সমুদ্রে পৌঁছে যাওয়ার পর এই রেভ পার্টি শুরু হয়েছিল।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari