Bhagat Singh-Rajguru-Sukhdev: ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম তিন নায়ক ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব। রবিবার দেশজুড়ে তাঁদের আত্মবলিদান দিবস পালন করা হচ্ছে। রাজস্থানের জয়পুরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থানের জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার বিপ্লবী পরিবারের সদস্যরা
রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের আত্মবলিদান দিবস। যা শহিদ দিবস হিসেবে পরিচিত। রাজস্থানের জয়পুরে বিশেষ অনুষ্ঠানে বাংলার একাধিক বিপ্লবী পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
210
জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রফুল্ল চাকীর পরিবারের সদস্যরা
প্রফুল্ল চাকীর প্রপৌত্র সুব্রত চাকী অসুস্থ থাকায় জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাঁর মেয়ে ও জামাই এই অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের বিশেষ সম্মান জানানো হয়।
310
বাংলার অন্যতম উল্লেখযোগ্য বিপ্লবী উল্লাসকর দত্তর পরিবারের সদস্যরাও জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন
বিপ্লবী উল্লাসকর দত্তর নাতি কৌশিক দত্তগুপ্ত সপরিবারে জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তাঁদেরও বিশেষ সম্মান জানানো হয়।
410
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উদ্যোগে শহিদ দিবস পালন
রবিবার জয়পুরে শহিদ দিবস পালন করার প্রধান উদ্যোগ নেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবীদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।
510
ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের অন্যতম সঙ্গী বটুকেশ্বর দত্তের প্রতিও শ্রদ্ধা জানানো হয়
বাংলার সঙ্গে ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাঁর সঙ্গী ছিলেন বটুকেশ্বর দত্ত। তিনি ভগৎ সিংকে বাংলায় আত্মগোপন করে থাকতেও সাহায্য করেছিলেন। রবিবার জয়পুরে শহিদ দিবসে বটুকেশ্বর দত্তর প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করা হল।
610
বাংলার বিপ্লবীদের দুই শাখা যুগান্তর দল ও অনুশীলন সমিতির নাম উল্লেখ করা হয়
জয়পুরে শহিদ দিবসে বাংলার দুই বিপ্লবী সংগঠন যুগান্তর দল ও অনুশীলন সমিতির সদস্য হিসেবে প্রফুল্ল চাকী ও উল্লাসকর দত্তর পরিবারকে আমন্ত্রণ জানানো হয়।
প্রফুল্ল চাকীর প্রপৌত্র সুব্রত চাকী জানিয়েছেন, জয়পুরে শহিদ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে তাঁদের পরিবার আমন্ত্রিত হওয়ায় তাঁরা সম্মানিত বোধ করছেন। সুস্থ থাকলে তিনি নিজেই এই অনুষ্ঠানে যেতেন। কিন্তু মন চাইলেও শরীর সঙ্গ না দেওয়ায় মেয়ে-জামাইকে পাঠিয়েছেন।
কলকাতায় স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের একত্রিত করে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। সেই সংগঠনের অন্যতম সদস্য উল্লাসকর দত্তর নাতি কৌশিক দত্তগুপ্ত। তিনি রবিবার জয়পুরে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছেন।
910
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিজে এই অনুষ্ঠানে ছিলেন
বাংলার বিপ্লবীদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানান রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
1010
ব্রিটিশ-বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে বাংলার অগ্রগণ্য ভূমিকা ছিল, সে কথা মনে রেখেছে রাজস্থান
রবিবার জয়পুরে শহিদ দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও উল্লেখ করা হয়। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ককেও সম্মান জানানো হয়।