Sikkim Lachung News Today: চূড়ান্ত বৃষ্টিতে রাস্তায় ধস! লাচেন-লাচুংয়ের পারমিট পুরো বন্ধ, বেজায় সমস্যায় পর্যটকরা

Published : May 21, 2025, 12:08 PM ISTUpdated : May 21, 2025, 12:18 PM IST
sikkim balutar landslide

সংক্ষিপ্ত

Sikkim Lachung News Today: প্রবল বৃষ্টি এবং ধসের জেরে কার্যত, বন্ধ লাচেন-লাচুং-এর রাস্তা। এমনকি, পর্যটকদের জন্য পারমিটও বন্ধ করে দেওয়া হয়েছে।

Sikkim Lachung News Today: পুরনো সব পারমিট বুধবারের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিকিম প্রশাসন। জানা গেছে, আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত, পর্যটকদের উপরে তোলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তীব্র বৃষ্টির পর, জলস্রোতের জেরে সাংকালান এবং ফিডংয়ের রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। সেই কারণেই, সাংকালান সেতুর কাছে একাধিক পর্যটকদের গাড়ি পুরো আটকে যায়। মাংগন প্রশাসন সেই গাড়িগুলিকে স্থানীয় একটি বিডিও অফিসের পার্কিংয়ে রাখার ব্যবস্থা করেছে বলে খবর। স্বাভাবিকভাবেই, বহু পর্যটক আটকে পড়েছেন। এখিন বিষয়টা হছে, পর্যটকদের আসার মরশুমেই বারবার ধসের কারণে, ব্যবসার উপর অনেক প্রভাব পড়ছে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

 

 

এমনিতেই কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে বহু পর্যটক জম্ম-কাশ্মীর সফর বাতিল করে হিমাচল প্রদেশ এবং সিকিম ট্যুর প্ল্যান করে ফেলেন। ঠিক এপ্রিল মাসের শেষদিকে এবং মে মাসেও সিকিমে পর্যটকদের বেশ ভালোই ভিড় ছিল। এবার তার মাঝেই রাস্তা বন্ধের কারণে, পর্যটকদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে।

প্রসঙ্গত, এপ্রিল মাসেও ধসের জেরে লাচুং-লাচেনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়, প্রায় প্রায় ১৮০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। যার মধ্যে আবার বাংলারও বেশ কিছু পর্যটক ছিলেন। 

অন্যদিকে, চুংথাংয়ে আটকে পড়া এক হাজার পর্যটককে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো বিপর্যস্ত উত্তর সিকিমের একাধিক এলাকা পরিদর্শন করেন মাংগন জেলা পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। তারপর জ়িরো পাস এবং লাচুং রোড হয়ে বিকল্প রাস্তা দিয়ে পর্যটকদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। 

ওদিকে খেদুম্পায় জিআরএফ এবং সেনার সহযোগিতায় রাস্তা থেকে পাথরের চাঁই সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে