রইল গান্ধীর সেরা কিছু উক্তি যা আজও সকলকে অনুপ্রাণিত করে

  • একজন মানুষ কিন্তু তার চিন্তার ফসল
  • সবসময় নিজের স্বপ্নতে বিশ্বাস রাখা উচিত
  • আমার জীবনই  আমার বার্তা 
  • হিংসতার মাধ্যমে পাওয়া জয়,পরাজয়ের সমতুল্য
     


- সত্যি যতই কঠিন হোক, তার থেকে যেনও আমরা কখনও দূরে না থাকি। 

- আমার জন্য বিভিন্ন ধর্ম একই বাগানের সুন্দর ফুল।  

Latest Videos

- একজন মানুষ কিন্তু তার চিন্তার ফসল।  সে যেমন ভাববে, ঠিক তেমনটাই সে হয়ে যাবে।   

- সবসময় নিজের স্বপ্নতে বিশ্বাস রাখা উচিত।

-  আমার জীবনই  আমার বার্তা। 

- খারাপ কাজ থেকে যেমন দূরে থাকা একটি কর্তব্য। তেমনই  ভাল কাজে সাহায্য করা উচিত।    

- অহিংসতা আমার বিশ্বাসের প্রথম নিবন্ধ। এটি আমার ধর্মের শেষ নিবন্ধ। 

- অন্যায্য আইন নিজেই একটা হিংসার এক প্রজাতি।  

- আমি সহিংসতার বিরুদ্ধে আপত্তি জানাই। যখন এটি ভাল করার জন্য প্রদর্শিত হয়, ভাল কেবল সাময়িক হয়। মন্দটাই যে বেশি স্থায়ী হয়।   

- আমাদের দায়িত্ব খুব সহজ এবং সরল। জনগণের সেবা করতে ও  নিজস্ব  উপায়ে সাম্রাজ্যের সেবা করতে চাই। 

- হিংসতার মাধ্যমে পাওয়া জয়, পরাজয়ের সমতুল্য। কারণ এটি ক্ষণিকের।  

- পৃথিবী প্রতিটি মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট সরবরাহ করে তবে প্রতিটি মানুষের লোভের জন্য নয়। 

- আমার দেশের চূড়ান্ত পরিণতি যাই হোক না কেন, সবার প্রতি আমার ভালবাসা অব্যাহত থাকবে।  

- মানবতার প্রতি কোনও দিনও বিশ্বাস হারাবেন না। কারন মানবতা একটি মহাসাগর।সমুদ্রের কয়েক ফোঁটা জল নোংরা হলেও  মহাসাগর কিন্তু ময়লা হয়ে যায় না। 

- আমি আমার নিজের স্বাধীনতার প্রেমিকা।তাই আমি আপনাকে আটকে রাখবনা। আমি কেবল নিজের বিবেককে সন্তুষ্ট করতে চাই।  

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন