Bride eloped with boyfriend: ফুলশয্যার আগে স্বামীকে ঘরে বসিয়ে রেখে প্রেমিকের সঙ্গে পালাল নববধূ!

Published : May 31, 2025, 05:56 PM ISTUpdated : May 31, 2025, 05:58 PM IST
Bride eloped with boyfriend: ফুলশয্যার আগে স্বামীকে ঘরে বসিয়ে রেখে প্রেমিকের সঙ্গে পালাল নববধূ!

সংক্ষিপ্ত

Bride eloped before Suhagrat: যাবতীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এ পর্যন্ত সব ঠিক ছিল। ফুলশয্যার জন্য তৈরি হচ্ছিলেন বর। কিন্তু তার আগেই নববধূ এমন কাণ্ড ঘটিয়ে বসলেন, পঞ্চায়েত-পুলিশকে হস্তক্ষেপ করতে হল।

Sonbhadra bride eloped after wedding: 'একটা কাজের কথা মনে পড়েছে। একটু বসো। আমি এখনই আসছি।' ফুলশয্যার (Suhagrat) জন্য বর ঘরে ঢুকতেই এ কথা বলে তাঁকে বসিয়ে রেখে বেরিয়ে যায় নববিবাহিতা স্ত্রী। বর ভাবতেও পারেননি এরপর কী হতে চলেছে। তিনি ঘরে বসে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু স্ত্রী ফিরছেন না দেখে খোঁজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ। বর জানতে পারেন, প্রেমিকের সঙ্গে মোটরবাইকে চড়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের বাভনী থানা এলাকায়। ২৭ মে বিয়ে হয়। বর আশঙ্কা করতে পারেননি, অনেক স্বপ্ন নিয়ে যাঁকে বাড়িতে নিয়ে এসেছেন, যাঁর সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বধূই এভাবে প্রতারণা করবে। বিয়ের পরেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। আত্মীয়-পরিজন-প্রতিবেশীদের কাছে সম্মান নষ্ট তো হয়েছেই, পঞ্চায়েত-পুলিশের ঝামেলাতেও জড়িয়ে পড়তে হয়েছে বর ও তাঁর পরিবারকে।

প্রতারণা করতে গিয়ে নিজেই প্রতারণার শিকার

নবববূর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বর ও তাঁর পরিবার যখন জানতে পারে, তখন তাঁরা হতবাক হয়ে যান। নববধূর পরিবারকে তাদের মেয়ের কীর্তিকলাপ সম্পর্কে জানানো হয়। এই ঘটনা নিয়ে গ্রামে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। এ কথা যখন পলাতক বধূর প্রেমিকের কানে পৌঁছয়, তখন সে ভয় পেয়ে গিয়ে নিজেই মেয়েটিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়ির লোকজন জোর করলেও, মেয়েটি শ্বশুরবাড়ি ফিরে যেতে রাজি হয়নি। সে প্রেমিকের সঙ্গেই থাকার জন্য জেদ ধরে বসে। বোঝানোর পরও যখন সে রাজি হয়নি, তখন পঞ্চায়েতে খবর দেওয়া হয়।

পঞ্চায়েতের রায়েও সমস্যা মিটল না

শুক্রবার তিন গ্রামের প্রধান, গ্রামবাসী, মেয়েটির শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির লোকজন জড়ো হন। গ্রামে পঞ্চায়েত বসে। মেয়েটি জানায় যে সে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়। তখন পঞ্চায়েত একটি প্রস্তাব দেয়। প্রেমিককে বলা হয় যে বিয়েতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা বরপক্ষকে দিয়ে দিন এবং মেয়েটিকে নিয়ে চলে যান। এরই সঙ্গে বলা হয়, মেয়ের পরিবার যে সমস্ত জিনিসপত্র বরপক্ষকে দিয়েছে, তা প্রেমিককে দিয়ে দেওয়া হবে।

পঞ্চায়েত টাকার কথা বলতেই বেঁকে বসল প্রেমিক

নববধূকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার প্রেমিক ভাবতে পারেনি, বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত গড়াবে। সে জানায়, এখনই তিন লক্ষ টাকা দিতে পারবে না। কিন্তু পঞ্চায়েত জানায়, এখনই টাকা দিতে হবে। শেষপর্যন্ত মীমাংসা না হওয়ায় বরের পরিবার সিদ্ধান্ত নেয়, থানায় অভিযোগ দায়ের করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!