
Sonbhadra bride eloped after wedding: 'একটা কাজের কথা মনে পড়েছে। একটু বসো। আমি এখনই আসছি।' ফুলশয্যার (Suhagrat) জন্য বর ঘরে ঢুকতেই এ কথা বলে তাঁকে বসিয়ে রেখে বেরিয়ে যায় নববিবাহিতা স্ত্রী। বর ভাবতেও পারেননি এরপর কী হতে চলেছে। তিনি ঘরে বসে স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু স্ত্রী ফিরছেন না দেখে খোঁজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ। বর জানতে পারেন, প্রেমিকের সঙ্গে মোটরবাইকে চড়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রের বাভনী থানা এলাকায়। ২৭ মে বিয়ে হয়। বর আশঙ্কা করতে পারেননি, অনেক স্বপ্ন নিয়ে যাঁকে বাড়িতে নিয়ে এসেছেন, যাঁর সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বধূই এভাবে প্রতারণা করবে। বিয়ের পরেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। আত্মীয়-পরিজন-প্রতিবেশীদের কাছে সম্মান নষ্ট তো হয়েছেই, পঞ্চায়েত-পুলিশের ঝামেলাতেও জড়িয়ে পড়তে হয়েছে বর ও তাঁর পরিবারকে।
নবববূর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বর ও তাঁর পরিবার যখন জানতে পারে, তখন তাঁরা হতবাক হয়ে যান। নববধূর পরিবারকে তাদের মেয়ের কীর্তিকলাপ সম্পর্কে জানানো হয়। এই ঘটনা নিয়ে গ্রামে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। এ কথা যখন পলাতক বধূর প্রেমিকের কানে পৌঁছয়, তখন সে ভয় পেয়ে গিয়ে নিজেই মেয়েটিকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়ির লোকজন জোর করলেও, মেয়েটি শ্বশুরবাড়ি ফিরে যেতে রাজি হয়নি। সে প্রেমিকের সঙ্গেই থাকার জন্য জেদ ধরে বসে। বোঝানোর পরও যখন সে রাজি হয়নি, তখন পঞ্চায়েতে খবর দেওয়া হয়।
শুক্রবার তিন গ্রামের প্রধান, গ্রামবাসী, মেয়েটির শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির লোকজন জড়ো হন। গ্রামে পঞ্চায়েত বসে। মেয়েটি জানায় যে সে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়। তখন পঞ্চায়েত একটি প্রস্তাব দেয়। প্রেমিককে বলা হয় যে বিয়েতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকা বরপক্ষকে দিয়ে দিন এবং মেয়েটিকে নিয়ে চলে যান। এরই সঙ্গে বলা হয়, মেয়ের পরিবার যে সমস্ত জিনিসপত্র বরপক্ষকে দিয়েছে, তা প্রেমিককে দিয়ে দেওয়া হবে।
নববধূকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার প্রেমিক ভাবতে পারেনি, বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত গড়াবে। সে জানায়, এখনই তিন লক্ষ টাকা দিতে পারবে না। কিন্তু পঞ্চায়েত জানায়, এখনই টাকা দিতে হবে। শেষপর্যন্ত মীমাংসা না হওয়ায় বরের পরিবার সিদ্ধান্ত নেয়, থানায় অভিযোগ দায়ের করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।