সনিয়া গান্ধী কোটি কোটি টাকার মালিক, ইতালিতে সম্পত্তি থাকলেও নেই কোনও গাড়ি

রাজ্যসভা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। নির্বাচনী হলফনামায় সনিয়া নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন। কোটি কোটি টাকার মালকিন তিনি। কিন্তু তাঁর কোনও গাড়ি নেই। নেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও।

 

Saborni Mitra | Published : Feb 16, 2024 1:03 PM IST
110
সনিয়া গান্ধীর সম্পত্তি

রাজ্যসভার মনোনয়নপত্রের হলফনামা অনুসারে সনিয়া গান্ধী কয়েক কোটি টাকার মালিক। রয়েছে প্রচুর সোনা ও রুপোর গয়না। জমিজমাও রয়েছে। কিন্তু তাঁর গাড়ি নেই।

210
সনিয়ার টাকা

হলফনামা অনুযায়ী তিনি ১২.৫৩ কোটি টাকার মালিক। পাঁচ বছরে প্রায় ৭২ লক্ষ টাকা বেড়েছে তাঁর সম্পদ।

310
সনিয়ার সোনা-রুপো

সনিয়া গান্ধীর ৪৪ কোটি রুপো আর ১.২৬৭ গ্রাম সোনা ও সোনার গয়না রয়েছে। সনিয়ার গান্ধী জানিয়েছেন তাঁর কাছে ৯০ হাজার টাকা নগদ রয়েছে।

410
সনিয়ার জমিজমা

নতুন দিল্লির ডেরা মান্ডি গ্রামে তিন বিঘা কৃষি জমির মালিক তিনি। তাঁর হয় সাংসদ হিসেবে তিনি যে বেতন পান সেখান থেকে।

510
সনিয়ার অন্য আয়

সনিয়া রয়্যালটি ও মূলধন থেকেও প্রচুর টাকা প্রতিমাসে আয় করেন বলে নির্বাচনী হলফনামায় জানিয়েছেন।

610
ইতালিতে সম্পত্তি

সনিয়া গান্ধী জানিয়েছেন, ইতালিতে তাঁর বাবার সম্পত্তির অংশীদার তিনিয সেখানে তাঁর সম্পত্তির শেয়ার ২৭ লক্ষ টাকা।

710
২০১৯ এর সম্পত্তি

পাঁচ বছর আগে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১১.৮২ কোটি টাকা।

810
নেই রাজ্যে সনিয়া

সনিয়া গান্ধী জানিয়েছেন তাঁর নিজের কোনও গাড়ি নেই। নেই কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

910
সনিয়ার শিক্ষাগত যোগ্যতা

সনিয়া জানিছেন, ১৯৬৪ সালে য়েনার ইস্টিটুটো সান্তা তেরেসা থেকে ইংরেজি এবং ফরাসি ভাষায় তিন বছরের বিদেশী ভাষার কোর্স সম্পন্ন করেছিলেন। পরের বছর কেমব্রিজের লেনক্স কুক স্কুল থেকে ইংরেজিতে একটি সার্টিফিকেট কোর্স করেন।

1010
রাজ্যসভার কংগ্রেস প্রার্থী সনিয়া

সনিয়া গান্ধী এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তিনি প্রার্থী হচ্ছেন রাজ্যসভা। তাঁর এতদিনের লোকসভা কেন্দ্র রায়বরেলিতে সম্ভবত তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হতে পারেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos