ফের এসএসসি মামলায় প্রশ্নের মুখে পড়়ছে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস নিয়োগ পরীক্ষায় চিহ্নিত দাগি পরীক্ষার্থীদের থেকে কবে টাকা ফেরত পাওয়া যাবে-তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
25
সুপ্রিম কোর্টের প্রশ্ন
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে চিহ্নিত দাগি পরীক্ষার্থীদের থেকে টাকা পাওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে? রাজ্যের উত্তরে মোটেও সন্তুষ্ট নয় শীর্ষ আদালত।
35
রাজ্যকে নির্দেশ
এদিন সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবীরা জানান, টাকা ফেরত নেওয়ার প্রতিক্রিয়া শুরুই হয়নি। তাতে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দিয়েছে, কীভাবে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে তা জানাতে হবে।
এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল চিহ্নিত অয়োগ্য স্কুল শিক্ষকদের বেতন দ্রুত সুদ সমেত ফিরত দিতে হবে। সেই নির্দেশই বলবৎ রেখেছিল সুপ্রিম কোর্ট।
55
টাকা ফেরত
জেলা শাসকের মাধ্যমে টাকা ফেরতের কথাও বলা হয়েছিল। কিন্তু তা শুরু হয়নি। আর সেই কারণে এদিন আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবীদের স্পষ্ট করে জানিয়ে দেন, কেনন টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি তার স্পষ্ট ব্য়াখ্যা দিতে হবে।