কারও ১২ তো কারও ৭ %, DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, নতুন বছরে বেতন বৃদ্ধিতে চালু হচ্ছে নয়া নিয়ম

রাজ্য সরকারি কর্মীদের DA বাড়বে ভিন্ন ভিন্ন হারে। পঞ্চম বেতন কমিশনের আওতাধীনদের ৭% এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীনদের ১২% বৃদ্ধি পাবে। এদিকে পশ্চিমবঙ্গে DA বৃদ্ধির পরিমাণ এখনও অস্পষ্ট।

Sayanita Chakraborty | Published : Dec 12, 2024 8:50 AM
110

ফের প্রকাশ্যে রাজ্য সরকারি কর্মীদের DA। নতুন বছরে কেন্দ্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করে দিয়েছে আগেই। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মীরা ডিএ পাবেন ৫৩ শতাংশ।

210

এদিকে এখনও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে চলছে জলঘোলা। রাজ্য কর্মীরা কত শতাংশ ডিএ পাবেন তা স্পষ্ট নয় এখনও।

310

এরই মাসে প্রকাশ্যে এল নয়া খবর। এবার থেকে চালু হচ্ছে ডিএ দেওয়ার এক নতুন নিয়ম।

410

শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের DA বাড়বে ভিন্ন ভিন্ন। কারও বাড়বে ১২ শতাংশ তো কারও ৭ শতাংশ।

510

যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশন ও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাদের ডিএ বাড়বে।

610

যে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তাদের বেতন বাড়বে ৭ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন যারা তাদের বাড়বেন ১২ শতাংশ।

710

এতদিন পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন যারা তারা পেতেন ৪৪৩ শতাংশ ডিএ। তাদের ডিএ বেড়ে হবে ৪৫৫ শতাংশ।

810

আর যারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন যারা তারা পেতেন ২৪৬ শতাংশ ডিএ। তাদের ডিএ বেড়ে হবে ২৩৯ শতাংশ।

910

এই নয়া নিয়ম চালু হচ্ছে এ রাজ্যে নয়। বরং রাজস্থানে। সেখানের উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী জানিয়েছেন এমনটাই।

1010

এদিকে এরাজ্যে এখনও ডিএ ঘোষণা হয়নি। মমতা সরকার কত শতাংশ ডিএ বাড়বে তা নিয়ে এখনও চলছে জল্পনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos