মার্চ মাসে বেতন পেতে দেরি হবে রাজ্য সরকারি কর্মীদের? হঠাৎ স্যালারি অ্যাকাউন্টে গোলমালে চিন্তায় সবাই!

Published : Feb 20, 2025, 03:08 PM IST

স্যালারি অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ায় বড় বিপদে পড়েছেন রাজ্য সরকারি কর্মীরা। নয়া সফটওয়্যার সিস্টেমে সমস্যা থাকায় প্রায় ৮ লক্ষ কর্মীর বেতন আটকে গিয়েছে। মার্চ মাসে কি তাহলে দেরিতে বেতন পাবেন তাঁরা? বাড়ছে চিন্তা।

PREV
110

প্রযুক্তিগত ত্রুটি! যার জেরে বেতনই পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)।

210

সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছিল একটি জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে।

310

আসলে চলতি বছর শুরুতেই রাজ্য সরকার (State Government) ‘কমপ্রিহেনসিভ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ২.০’ চালু করেছিল।

410

এই থেকেই বিপত্তি। নয়া সফটওয়্যার সিস্টেমে সমস্যা থাকায় প্রায় ৮ লক্ষ কর্মীর বেতন আটকে যায়।

510

জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির জেরে বহু বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং শিক্ষকদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন আটকে গেছে।

610

সম্প্রতি রিপোর্টে দাবি করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে খোদ মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিধায়ক, মন্ত্রীরাও সময় মতো বেতন পাননি। ৩ লাখ আঞ্চলিক কর্মী, ৫ লক্ষ শিক্ষক, ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর বেতন নিয়ে সমস্যা হয়েছে।

710

এরই মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি মুখ্য সচিব একটি পর্যালোচনা সভা করেন। সেখানে অর্থ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দেন যে সমস্যাটি প্রায় সমাধান করা হয়েছে এবং এখন বেতন দেওয়া শুরু হচ্ছে।

810

পাশাপাশি সমস্যা সমাধানে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদেরও এই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

910

এদিকে এই সফটওয়্যার সমস্যার জেরে গতবছর ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিহারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন পাননি। যা বকেয়া ছিল।

1010

সেপ্টেম্বর মাসে বকেয়া বেতন এবং পেনশন প্রদানের জন্য বিহার সরকার ২৬৫০ কোটি টাকা ছেড়েছিল। সমস্যা সমাধানের অপেক্ষায় সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories