সর্বনাশ! সরকারি-বেসরকারি মিলিয়ে এই বছরেই প্রায় দু লক্ষ কর্মী ছাঁটাই হতে পারে, জানাচ্ছে সমীক্ষা

Published : Jan 27, 2025, 01:30 PM IST

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারণে প্রায় দুই লক্ষ সরকারি কর্মীর চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংকিং-সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করা হচ্ছে।

PREV
19

যে কোনও সময় চলে যেতে পারে প্রায় ২ লক্ষ কর্মীর চাকরি।

29

মহার্ঘ ভাতা বা অতিরিক্ত বেতন-সহ একাধিক সুবিধা থাকলেও মাথায় হাত পড়েছে সরকারি কর্মীদের।

39

আপনার মনে হতে পারে কেন এমমটা হবে? কেন হঠাৎ করে সরকারি কর্মীদের চাকরি চলে যাবে।তব

49

বেসরকারি তো বটেই এখন চাকরি খোয়ানোর ভয় ধরেছে সরকারি কর্মীদের মধ্যেও আর এর কারণ কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) এর জন্য।

59

তাই সেই চিন্তায় দিন গুনছেন কর্মীরা। কেন এমনটা হবে?

69

প্রযুক্তি যত উন্নত হয়েছে মানুষ তার সঙ্গে নিজেকে একাত্ম করেছে। তত সহজ হয়েছে কাজ করার পদ্ধতি।

79

এই কৃত্তিম বুদ্ধিমত্তার জেরেই ব্যাঙ্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক কর্মীর চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছ।

89

সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে এই এআই এর কারণে কয়েক মাসের মধ্যেই ব্যাঙ্কিং এবং ব্যাক অফিসের কাজ থেকে প্রায় ২ লক্ষ কর্মী তাদের চাকরি হারাতে পারেন।

99

আর এটাই হবে শুরু। এরপর এই পক্রিয়া শুরু হবে বিভিন্ন দপ্তরে।

click me!

Recommended Stories