Published : Apr 24, 2025, 07:58 AM ISTUpdated : Apr 25, 2025, 10:27 AM IST
Summer Vacation: ক্রমবর্ধমান তাপমাত্রার প্রেক্ষিতে, বেশ কয়েকটি রাজ্যের শিক্ষা বিভাগ ৫১ দিনের গরমের ছুটি ঘোষণা করেছে। এই ছুটির ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
এই গরমে অধিকাংশ অসুস্থ হয়ে পড়ছেন। তেমনই জটিলতা দেখা দিচ্ছে বাচ্চাদের (Kids)। গরম লেগে বারে বারে শরীর অসুস্থ হওয়ার ঘটনা নতুন নয়।
210
দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা (Heat) বৃদ্ধি পাচ্ছে ক্রমে। প্রায় অধিকাংশ রাজ্যের মানুষেরই গরমে হাঁসফাঁস অবস্থা।
310
দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা বৃদ্ধির কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা বিভাগগুলো একটি বড় ঘোষণা জারি করেছে। যাতে খুশির হাওয়া ছাত্রছাত্রীদের (Students) মধ্যে। তেমনই এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিভাবকেরা।
এবছর মিলবে সব থেকে দীর্ঘ গরমের ছুটি (Summer Vacation)। এবছর ৫১ দিন বন্ধ থাকবে স্কুলগুলো।
510
দেশের বেশ কয়টি রাজ্যে এই ১৫ দিনের ছুটির পথে হাঁটছে। তালিকায় আছে, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, তেলেঙ্গানা।
610
উত্তর প্রদেশে ১৫ মে, বিহারে ১৪ মে, রাজস্থানে ১৩ মে, মধ্যপ্রদেশে ১৮ মে, দিল্লি-তে ২০ মে, হরিয়ানা-তে ১৯ মে, ঝাড়খন্ডে ১৯ মে এবং তেলেঙ্গানা-তে ২১ মে থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়বে।। খুলবে জুলাই মাসে।
710
দেশের অন্যান্য রাজ্যগুলো (States) ভিন্ন নিয়ম মেনে চলতে পারে বলে খবর।
810
এদিকে এরাজ্যে ছুটি শুরু হচ্ছে ৩০ এপ্রিল থেকে। গরমের (Summer) কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে ছবি।
910
গতবছর প্রায় ২ মাস গরমের ছুটি পেয়েছিল এরাজ্যের পড়ুয়ারা (Students)। এবছর গরম কেমন থাকে তার ওপর নির্ভর করে ছুটি বৃদ্ধি করা হবে।
1010
এবছর ৫১ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্যের শিক্ষা পর্ষদেরা। এবছর মিলবে দীর্ঘ গরমের ছুটি (Summer Vacation)।