উন্নাও ধর্ষণকাণ্ডে বড় ধাক্কা কুলদীপ সেঙ্গারের, প্রাক্তন বিজেপি বিধায়ককে থাকতে হবে জেলে

Published : Dec 29, 2025, 02:32 PM IST
Unnao rape case; Social activists will protest in Delhi today

সংক্ষিপ্ত

উন্নাও ধর্ষণ মামলায় আবারও বড় ধাক্কা খেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গার। কুলদীপ সেঙ্গারকে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত

উন্নাও ধর্ষণ মামলায় আবারও বড় ধাক্কা খেলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গার। কুলদীপ সেঙ্গারকে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেলেই থাকতে হবে বিজেপির প্রাক্তন বিধায়ককে।

 

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি এজি মাসিহে - তিন জনের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি বেঞ্চ। সেই বেঞ্চে সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদেন জানান হয়েছ। বেঞ্চেই কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, 'অনন্ত আমা আদেশ স্থগিত রাখতে আগ্রহী। সাধারণত নীতি হল যে একবার একজন ব্যক্তি বেরিয়ে গেলে আদালত স্বাধীনতা কেড়ে নেয় না। কিন্তু এখানে পরিস্থিতি অদ্ভূত। কারণ সে অন্য একটি মামলায় কারাগারে রয়েছে।'

উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের কারাদণ্ড স্থগিত করে দিল্লি হাইকোর্ট। এই সিদ্ধান্তের পরই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। তাতেই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।

সিবিআই-এর পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তিনি গোটা ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বলে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, 'একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, পকসো আইনের ৫ ও ৬ ধারার অধীনে অভিযোগ গঠন করা হয়েছে।। দুটি কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমি সমস্ত প্রাসঙ্গিক অংশ উদ্ধৃত করছি। '

উত্তর প্রদেশে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দিল্লির বাতাসের মান ক্রমশ 'গুরুতর', AQI বেড়ে ৪০২, প্রায় শ্বাসরোধ রাজধানীর
আরাবল্লী মামলা: সুপ্রিম কোর্টে আজ শুনানি, জানুন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য