অ-যোগ্যদের তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ! একই বিষয় নিয়ে বারবার আবেদনে বিরক্ত শীর্ষ আদালত, খারিজ মামলা

Published : Sep 01, 2025, 04:31 PM IST

Supreme Court On SSC Verdict: বারেবারে আদালতে এসএসসি মামলা। গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও তাতেও সন্তুষ্ট নয় চাকরিহারা যোগ্যদের একাংশ। ফের শীর্ষ আদালতে মামলা করেন তাঁরা। কী বলল আদালত? জানুন আরও…

PREV
15
সুপ্রিম কোর্টে ফের SSC মামলা

গত ৩০ অগাস্ট শনিবারই শীর্ষ আদালতের নির্দেশ মেনে অ-যোগ্যদের তালিকা  প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম। যদিও এই নাম প্রকাশে খুশি নয়, যোগ্য চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, সিবিআইয়ের মামলায় চার্জশিটে আরও অযোগ্যদের নাম ছিল। সম্পূর্ণ নামের তালিকা দিক এসএসসি। সেই আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারাদের একাংশ।

25
সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জানা গিয়েছে, সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলা করার আবেদন জানান যোগ্য চাকরিহারাদের একাংশ। অযোগ্যদের প্রকাশিত তালিকায় সিবিআইয়ের দেওয়া নামের লিস্টের থেকে অনেক কম নাম রয়েছে বলে দাবি করেন আবেদনকারীরা। মামলাকারীদের দাবি, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে সেই অ-যোগ্যদের সম্পূর্ণ নামের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন।  

35
কী বলল শীর্ষ আদালত?

সোমবার চাকরিহারাদের মামলার আবেদন সুপ্রিম কোর্টে যেতেই আদালত স্পষ্ট জানায় যে, বিষয়টি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনই খতিয়ে দেখুক। এমনকি  আবেদনকারীদের অভিযোগ খতিয়ে দেখার জন্য এসএসসি-কে নির্দেশ দেয় আদালত। এমনকি এই বিষয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানায় যে, এসএসসি  মামলায় আর বাড়তি চাপ নিতে তারা নারাজ। 

45
চাকরিহারাদের মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট!

একই বিষয় নিয়ে বারে-বারে এক মামলায় এবার মেজাজ হারাল দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। যোগ্য চাকরিহারা মামলাকারীদের আবেদন নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, এক জিনিস কেন বারবার মামলা করা হচ্ছে? শুধু তাই নয়, বিষয়টি রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে দেখার নির্দেশ দিয়েছে আদালত। 

55
কারা অ-যোগ্য?

২০১৬ সালের এসএসসি-র চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতেই উঠে এসেছে তৃণমূলের একাধিক দাপুটে নেতা-কাউন্সিলর থেকে শুরু করে জেলা সভাপতির নাম। আর এই বিষয়টি প্রকাশ্য়ে আসতেই ক্ষোভ বেড়েছে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের পথে বসানোর জন্য এসএসসি কমিশন সহ আদালতকেই দায়ি করেছেন যোগ্যরা বঞ্চিতরা।  বিষয়টি নিয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলেও শেষ পর্যন্ত তা নিয়ে বিরক্ত প্রকাশ করে সুপ্রিম কোর্ট। 

Read more Photos on
click me!

Recommended Stories