কোনও সভ্য দেশে এরকম হয় না, মোদী থেকে কেজরিওয়াল, 'দূষণ'-এ সবাইকে ধুয়ে দিল আদালত

  • দিল্লির দূষণ নিয়ে সরকারের প্রবল ভর্ৎসনা করল শীর্ষ আদলত
  • কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই সমানভাবে দায়ী করেছে আদালত
  • সরকারের ভাবনা শুধু ভোট নিয়ে, কর্তব্যবোধ নেই বলেও সমালোচনা করা হয়
  • দূষণ রোধে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হয়েছে

 

'প্রতি বছর দম বন্ধ হয়ে যাচ্ছে দিল্লির। আর কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। প্রতি বছরই ১০-১৫ দিনের জন্য এক অবস্থা হচ্ছে। কোনও সভ্য দেশে এরকম হয়না। জীবনের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ।' - রাজধানীর বায়ু দূষণ নিয়ে এরকমই চাঁছাছোলা ভাষায় সরকারকে ভর্তসনা করল সুপ্রিম কোর্ট। অরবিন্দ জেৃকেজরিওয়াল থেকে নরেন্দ্র মোদী কেউই পার পেলেন না। সোমবার আদালতে কেন্দ্রীয় সরকার, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবের রাজ্য সরকার - সবাইকে প্রায় ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে হল।

সরকারের অদক্ষতা নিয়ে রীতিমতো আগুন ঝড়ায় সুপ্রিম কোর্টের বেঞ্চ। আদালতের বক্তব্য এভাবে বাঁচা যায় না। কেন্দ্র থেকে রাজ্য কোনও সরকারই এর দায় এড়াতে পারে না। এভাবে চলতে পারে না। আদালত বলে, দিল্লিতে বাড়ির মধ্যে থাকাটাও এখন নিরাপদ নয়। প্রতি বছর এর জন্য দিল্লিবাসী তাদের জীবনের অনেকগুলি মূল্যবান বছর হারাচ্ছেন।

Latest Videos

একই সঙ্গে সুপ্রিম কোর্ট রাজনীতির কারবারিদের ঠুকে বলে, নাকের নীচে এমন বিপদ ঘটে চলেছে, আর তা দেখেও বিদ্রূপ করা হচ্ছে। বিচারপতি অরুণ মিশ্র বলেন, সরকারে চিন্তা শুধু ভোট নিয়ে, মানুষের প্রতি কোনও কর্তব্যবোধ নেই। সবাই গিমিক আর ভোট নিয়েই আগ্রহী। এসব আর সহ্য করা হবে না বলে কড়া ভাষায় কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই সতর্ক করেছে আদালত।

এদিন দিল্লির পরিস্থিতি মারাত্মক বলে উল্লেখ করে আদলত কেন্দ্র এবং দিল্লি সরকারের কাছে দূষণ প্রতিরোধে তাদের পরিকল্পনা জানতে চায়। একই সঙ্গে খড় পোড়ানো কমাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্জাব ও হরিয়ানা রাজ্য সরকারকে।

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari