সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ মোদী সরকারের নোটবন্দিকে সমর্থন জানিয়েছে। সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ৫৮টি পিটিশন দাখিল করা হয়েছিল, সেগুলি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
নোট বাতিল সংক্রান্ত সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মোদী সরকারের বড় জয় | ২ জানুয়ারি, সোমবার সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি আদালত এও জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল। নোট বন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ৫৮টি পিটিশন দাখিল করা হয়েছিল। আরবিআইয়ের সাথে আলোচনার তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছিলেন পি চিদম্বরম। সুপ্রিম কোর্টের রায়, ভারতে সমানুপাতিকতা বজায় রেখেই নোট বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৫ বিচারপতির মধ্যে সমর্থনের বিপক্ষে গিয়েছেন শুধুমাত্র বিচারপতি পি ভি নগরত্ন। জনগণের স্বার্থে গৃহীত হলেও এটি আইনের চোখে ভুল পদক্ষেপ, দাবি করেছেন তিনি।