এই বছর রাম নবমীর উৎসবে অযোধ্যার মন্দিরে রাম মূর্তির পুজোর পরেই রাম লালার প্রথম সূর্য তিলক হয়। এই ঘটনা যেসব উপস্থিত ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আজকের দিনটি রামভক্তদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে উঠল। এই বছর রাম নবমীর উৎসবে অযোধ্যার মন্দিরে রাম মূর্তির পুজোর পরেই রাম লালার প্রথম সূর্য তিলক হয়। এই ঘটনা যেসব উপস্থিত ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টা ০১ মিনিটে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে রামলালার কপালে সূর্য তিলক বা সূর্য অভিষেক করা হয়। সোশ্যার মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই এই দৃশ্য ভাইরাল হয়। এই দৃশ্য দেখতে এখনও আগ্রহী ভক্তরা সোশ্যার মিডিয়ায় সার্চ করছেন।