ফের পুলওয়ামায় হামলা, বিদেশি প্রতিনিধিদের আসার দিনই সক্রিয় জঙ্গিরা, এলাকা ঘিরে চলছে তল্লাশি

  • ফের সন্ত্রাসবাদি হামলার শিকার পুলওয়ামা
  • দ্রুবগাঁও এলাকায় এক পরীক্ষাকেন্দ্রের বাইরে হল হামলা
  • টহলদার বাহিনীর উপর চলল গুলিবর্ষণ
  • এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই

 

ফের সন্ত্রাসবাদি হামলার শিকার পুলওয়ামা।  দক্ষিণ কাশ্মীরের এই জেলার দ্রুবগাঁও এলাকায় নিরাপত্তাবাহিনীর একটি টহলদার পার্টির উপর গুলি চালিলো জঙ্গিরা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার পুলওয়ামায় একটি স্কুলে বোর্ডের পরীক্ষা চলছিল। বহু ছাত্রছাত্রী সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। নিরাপত্তা কর্মীরাই সেই পরীক্ষাকেন্দ্রের সুরক্ষার দায়িত্বে ছিলেন। সেখানেই তাদের উপর আচমকা হামলা চালায় জঙ্গিরা।

Latest Videos

আপাতত পুরো এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছ। ওই অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আরও বেশি সংখক নিরাপত্তাবাহিনীর সদস্যদের ডেকে পাঠানো হয়েছে।

মঙ্গলবারই কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দল জম্মু কাশ্মীর সফরে আসছেন। একই দিনে এই গুলিবর্ষণের ঘচটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল।

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News